এক ভয়ানক ধস নামলো উত্তর সিকিমের রামম তিস্তা ব্রিজে
নিজস্ব সংবাদদাতা : ভয়ানক ধস নামলো উত্তর সিকিম এর রামম তিস্তা ব্রিজে। প্রবল বৃষ্টির কারনে ভয়ানক ধস নামে উত্তর সিকিম এ। রাতের বেলাতে ধস নামায় জনজীবন একেবারে থেমে যায়। এদিকে এমন ভয়ানক ধস অনেক দিন কেউ দেখেনি বলে দাবি করেন এলাকার মানুষ। তবে ধসের ঘটনায় এদিন হতাহতের কোন খবর মেলেনি । তবে মানুষের ঘরবাড়ি সম্পূর্ণভাবে ভেঙে গেছে বলে জানায় এলাকার মানুষজন। এদিন এলাকায় বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয় বলে জানায় এলাকার স্থানীয় মানুষজন। হঠাৎ করে এই ধস নামায় এদিন পর্যটকরাও আটকে পড়ে পাহাড়ে।
