এখনই সম্পূর্ণ লকডাউন নয় এ রাজ্যে , ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রীর
বেস্ট কলকাতা নিউজ : রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক পদক্ষেপ নেওয়া হলেও এই মুহূর্তে সম্পুর্ণ লকডাউন জারি হচ্ছে না বলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার দুপুরে জানিয়ে দিলেন। তাঁর কথায়, এখন প্রধান কাজই হল ‘কোভিড পরিস্থিতি নিয়ন্তরণে আনাই। আর তার জন্য নেওয়া হচ্ছে কিছু কড়া পদক্ষেপ। কিন্তু সেক্ষেত্রে জারি করা হচ্ছে না সম্পূর্ণ লকডাউন।’ মুখ্যমন্ত্রীর এহেন সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে প্রশংসা করেছেন এমনকি রাজ্যের বিশিষ্ট চিকিত্সকরাও। তাঁদের মতে, মুখ্যমন্ত্রী সদর্থক পদক্ষেপ নিয়েছেন ‘মারণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে। রাজ্যে করোনা নিয়ন্ত্রণে যথেষ্টই সাহায্য করবে তাঁর এই পদক্ষেপ।’
রাজ্যে পূর্ণাঙ্গ লকডাউন না করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘সাধারণ মানুষের কর্মসংস্থান যাতে ধাক্কা না খায় এবং অর্থনীতিও যাতে সচল থাকে, এই মুহুর্তে সম্পূর্ণ লকডাউন জারি করা হচ্ছে না তার জন্যই। বরং চেষ্টা চালানো হচ্ছে বিকল্প পথে হেঁটে কিভাবে মানুষের পেশা এবং অর্থনীতি-দুটোকেই বাঁচানো যায, তারই।’
সংবেদনশীল মুখ্যমন্ত্রী জানেন করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারের কড়া পদক্ষেপে সাধারণ মানুষ সমস্যায় পড়তে পারেন বলে। আর তার জন্য তিনি আগেভাগেই ক্ষমা চেয়ে নিয়েছেন কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য। এদিনও মুখ্যমন্ত্রী জোর দিয়েছেন মাস্ক ব্যবহারের উপরেই। মাস্ক ব্যবহারে গাফিলতি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘মাস্ক পরুন। যারা মাস্ক পরবেন না, কঠোর ব্যবস্থা নেওয়া হবে এমনকি তাদের বিরুদ্ধেও।’