এখনও শুরু হয়নি দুর্গাপুর ব্যারেজের ভাঙা লকগেট মেরামতির কাজ, শিল্পশহরে আশংকা চরম জলসংকটের
বেস্ট কলকাতা নিউজ : দুর্গাপুর ব্যারেজের ৩১ নম্বর লকগেট ভেঙেছিল শনিবার সকালেই। ব্যারেজের মেরামতির কাজ এখনও শুরু করা যায়নি তারপর থেকে ৪৮ ঘণ্টা সময় অতিক্রম করে গেলেও। কারণ, জল সম্পূর্ণ শেষ হয়নি এখন পর্যন্তও। তাছাড়া বালির বস্তা দিয়ে বাঁধ দেওয়ার কাজও এমনকি শেষ করা যায়নি পাঁকের সমস্যার কারণে। আর তারফলেই এখনও শুরু করা যায়নি মেরামতির কাজও। শিল্পশহরের বাসিন্দারা চরম জলসংকটের মধ্যে পড়েছেন আর এই সমস্যার ফলেই। লকগেট ভেঙে যাওয়ার পরে প্রথমের দিকে সেচ দফতরের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা আপাতত জল কমিয়ে তারপর বালির বস্তা দিয়ে জলের গতিপথ অন্যদিকে ঘুরিয়ে লকগেট মেরামতির কাজ শুরু করার পরিকল্পনা নিয়েছিলেন। কিন্তু রবিবারের আগে শুরু করা যায়নি সেই কাজ। বালির বস্তা ফেলার কাজ শুরু হলে তাতেও সমস্যা হচ্ছিল জলের বেশি গতি ও পাঁক থাকার কারণে। এমনকি আজ সোমবারও সেই সমস্যা অব্যাহত রয়েছে । ব্যারেজ সম্পূর্ণ ভাবে জলশূন্য না হলে মেরামতির কাজ শুরু করা যাবে না বলেই সেচ দফতরের ইঞ্জিনিয়াররা জানিয়েছেন।
আর তাই পাঁক সরানোর জন্য তিনটে জেসিবি মেশিনকে কাজে লাগানো হয়েছে রবিবার বিকেল থেকেই। পাঁক তুলে ফেলা হচ্ছে সেই মেশিনের সাহায্যই। বালির বস্তা ফেলার কাজে যুক্ত ঠিকাদার সংস্থা জানিয়েছে দেরি হচ্ছে কাজের সমস্যার জন্যই। তবে কাজের গতি এসেছে সোমবার সকাল থেকেই। যাতে আরও তাড়াতাড়ি কাজ করা যায় তার জন্য ব্যারেজের উপর দিয়ে বন্ধ রাখা হয়েছে সব যান চলাচলও। আশা করা যাচ্ছে জল বেরিয়ে যাওয়া ও বালির বস্তা দেওয়ার কাজ শেষ করা সম্ভব হবে সোমবার সারাদিনেই। অর্থাত্ তাঁরা আশা করছেন মঙ্গলবার সকাল থেকে লকগেট মেরামতির কাজ শুরু করতে পারা যাবে বলেই। এদিকে এর জেরে তীব্র জলসংকটে ভুগতে শুরু করেছেন দুর্গাপুর ও সংলগ্ন বাঁকুড়ার বাসিন্দারা।