বাংলাপক্ষ সরব হলো গোর্খাল্যান্ড ইস্যুতে, তুমুল প্রতিবাদ শহরের রাজপথে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : গোর্খাল্যান্ড ইস্যুতে নিয়ে ফের সরব বাংলাপক্ষ। শহরের বুকে করল ঐতিহাসিক মিছিল। পাঁচ অক্টোবর শহরের হাজরা মোড়ে বিকেল বেলা করা হয় এই মিছিল। ‘বাংলা ভাগের চক্রান্ত চলছে বহুবছর ধরে এমনটাই জানানো হলো বাংলা পক্ষর তরফ থেকে ৷তারা এও জানিয়েছে বাংলা ভেঙে নতুন করে গোর্খাল্যান্ড তৈরি করতে চায় বাঙালির শত্রু বিজেপি। মূলত কয়েকদিন আগেই সংসদে দাঁড়িয়ে পৃথক গোর্খাল্যান্ডের দাবি তোলেন বিজেপি সাংসদ রাজু বিস্ত, এমনকি টেবিল চাপড়ে তার সেই দাবিকে সমর্থন জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

প্রসঙ্গত, আগামী ৭ তারিখ “ দিল্লীতে গোর্খাল্যান্ড” ইস্যুতে মিটিং ডাকা হয়েছিল,কেন্দ্র সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেক। এমনকি সেখানে রাজ্যের মাননীয় স্বরাষ্ট্র সচিবকেও উপস্থিত থাকতে বলা হয়েছিল।’ তাঁরা আরও জানিয়েছে , বাংলা পক্ষ পথে নেমেছে ‘বাঙালির শত্রু বিজেপি শাসিত হিন্দি সাম্রাজ্যবাদী দিল্লীর সরকারের এই সিদ্ধান্তের সর্বাত্মক বিরোধিতা করে। এমনকি এর প্রতিবাদে সোমবার বিকাল ৫ টায় এক ঐতিহাসিক বিক্ষোভ সমাবেশ ও মিছিলও হল হাজরা মোড়ে। কলকাতার রাজপথের দখলও নিল কলকাতা ও সংলগ্ন সব জেলা থেকে আসা বাংলা পক্ষর সহযোদ্ধারাও৷ সমগ্র রাজপথ কেঁপে উঠলো বাঙালির গর্জনেও।এমনকি সাধারণ মানুষও অংশ নেন মিছিলে।’

তাঁরা আরও জানাচ্ছে , ‘বাংলা ভাগ করা যাবে না কোনো রকম ভাবেই। গোর্খাল্যান্ড এর দাবি আমরা মানব না। শপথ নিলাম আমরা। আমাদের মূল উদ্দেশ্যই হল বাংলা তথা ভারতের ঐক্য ও সংহতি রক্ষা করা। রক্ত দিয়ে হলেও বাংলা ভাগ রুখবো আমরা। দিকে দিকে উঠবে এই স্লোগান। বাঙালির শত্রু, হিন্দি সাম্রাজ্যবাদী কেন্দ্রীয় সরকারও ক্রমশ পিছু হটবে বাংলাপক্ষ ও বাঙালির ঐক্যবদ্ধ প্রতিবাদ ও গর্জনে। দিল্লীতে আগামী ৭ তারিখের মিটিং ছিল “গোর্খাল্যান্ড” ইস্যুতে, প্রবল চাপের মুখে বদলে তা হল ‘GTA’ ইস্যুতে মিটিং। বাঙালি প্রতিরোধ করবে এভাবেই। বাঙালি জিতবে। এমনকি বাংলাও ভাগ হবে না কোনো রকম ভাবেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *