এনজেপীতে চরম দুর্ভোগে যাত্রীরা, অস্বাভাবিক দেরী করে চলছে কলকাতাগামী সব ট্রেনই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : কাঞ্চনজংঘা এক্সপ্রেস এর দুর্ঘটনার জেরে এনজেপীতে আসতে প্রচণ্ড দেরী করছে কলকাতা গামী সব ট্রেনই। দার্জিলিং মেল এবং পদাতিক চলছে বেশ কয়েক ঘন্টা দেরী করেই। গতকাল দার্জিলিং মেল এসে পৌছায় প্রায় সাড়ে তিনঘন্টা দেরীতে এসে পৌছিয়েছে। দেরী করে ঢুকেছে পদাতিক এবং কাঞ্চনজংঘা এক্সপ্রেসও, দেরীতে ঢুকেছে উত্তরবঙ্গ এবং কাঞ্চনকন্যা এক্সপ্রেসও। যারা কলকাতা থেকে এসে শিলিগুড়ি পৌছে আবার সেদিনই ফিরে যাবার টিকিট করে রেখেছেন তারা পড়ে যাচ্ছেন চরম সমস্যার মধ্যে। যাত্রীদের ক্ষোভ এতদিন হয়ে গেল এত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রেলের কোন ভ্রুক্ষেপই নেই।

এদিকে যাত্রীদের আরোও অভিযোগ রেলের তরফ থেকে এত বড় দুর্ঘটনা ঘটে যাবার পরেও কোন ধরনের পদক্ষেপ নেওয়া হয় নি। রেলের তরফ থেকে আরো জানিয়ে দেওয়া হয়েছে যাত্রীদের যদি কোন সমস্যা তৈরী হয় তবে তাদের ষ্টেশন ম্যানেজারের কাছে গিয়ে সমস্যা বলতে হবে। আজ সকালে যেখানে দার্জিলিং মেল আটটা পাচে ঢুকে যাবার কথা সেখানে ঘোষনা করা হয়েছে সাড়ে চার ঘন্টা দেরীতে চলছে ট্রেন। অন্যদিকে গত তিনদিন ধরে কলকাতা যাবার ট্রেনও দেরী করে ঢুকছে। ফলে ছাড়তে দেরী করে ফেলছে ট্রেন। যাত্রীরা জানিয়েছেন তিনগুন ভাড়া দিয়ে এনজেপী পৌছে ঘন্টার পর ঘন্টা বসে থাকছেন তারা। রেল দপ্তরের কাছ থেকে পাওয়া খবরে জানা গেছে বৃষ্টির কারনে মেরামতি করতে দেরী হচ্ছে, দুই এক দিনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *