এবারে ৭৪ তম বর্ষে পড়লো শিলিগুড়ির ১৪ নম্বর ওয়ার্ডের আমতলা যুব সমিতির দুর্গাপূজো
শিলিগুড়ি : শিলিগুড়ির ১৪ নম্বর ওয়ার্ডের আমতলা যুব সমিতির দুর্গাপূজো এবারে ৭৪ তম বর্ষে পড়লো। এবার আমতলা ক্লাবের আকর্ষণ গুজরাতের আদি যোগী মন্দির। কলকাতা থেকে আসা শিল্পীরা এবার এই প্যান্ডেল তৈরি করার দায়িত্ব নিয়েছেন। আর দায়িত্ব নিয়েছেন ক্লাবে যুবকেরা। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে এবার দর্শকদের কাছে দুর্গা পুজোর মূল আকর্ষণ থাকবে প্রতিমা এবং প্যান্ডেল। পুজো আসতে আর ৪২ দিন বাকি , তাই তোর জোর করে তৈরি হচ্ছে প্যান্ডেল। যদিও বৃষ্টির দাপটে কাজ অনেকটাই ব্যাহত হচ্ছে, তবুও উদ্যোক্তারা তোড়জোড় করে প্যান্ডেলটা শেষ করতে চাইছেন। এই ক্লাবের পুজো দর্শকদের আকর্ষণ করবে যথেষ্ট, দাবি এখানকার তরুণ যুবক সদস্যদের। সারা বছর আমরা কাজের জন্য থাকতে পারি না ঠিকই, তবে পুজোর সময় তো এটা একেবারেই আলাদা। অল্প জায়গার মধ্যে আমরা চেষ্টা করি ভালো পূজো দর্শকদের উপহার দিতে।
