এবার অনেকটাই বাড়বে বিক্রি, ঠিক এমনটাই জানালেন শিলিগুড়ি বিধান মার্কেটের এক কমলালেবু বিক্রেতা
শিলিগুড়ি : এবার বাড়বে বিক্রি। ঠিক এমনটাই জানালেন শিলিগুড়ি বিধান মার্কেটের এক কমলা বিক্রেতা। তিনি জানালেন অন্যান্য বারের চাইতে এবারে শীত অনেক বেশি। তাই শীতের সাথে সাথে বেড়েছে কমলালেবু বিক্রি। গোটা শিলিগুড়ি শহর জুড়ে অন্যান্য বারের তুলনায় এবারে কমলা বিক্রি বেড়েছে অনেকটাই বেশি। বিক্রেতারা এও জানিয়েছেন এতটা ভাবিনি কমলা বিক্রি ঠিক এই জায়গাটায় এসে পৌঁছাবে। দার্জিলিং এর কমলার জনপ্রিয়তা আগের চাইতে তুলনায় অনেক বেশি। তাই কমলালেবু এবার প্রচন্ড জনপ্রিয় হয়ে উঠেছে শিলিগুড়ি এবং তার আশেপাশের এলাকা জুড়ে। যেটা গত পাঁচ বছরে অতটা দেখা যায়নি। এইবার কমলালেবু বিক্রি যেভাবে হলো আরো কয়েক বছর যদি সেভাবে হয় তবে আবার নতুন করে কমলালেবুর ব্যবসা জেগে উঠবে। বিধান মার্কেটে কমলা ভালোই বিক্রি হয়। জানিয়েছেন কমলালেবু বিক্রেতারা, তারা জানিয়েছেন এবারে দার্জিলিঙে কমলালেবুর চাষ ভালো হয়েছে।


