নারী দিবসের দিন নতুনভাবে দিন শুরু করলেন দেবলীনা বাগচি, জানালেন ভবিষ্যতে নিজে বড় হতে চাই এই নামেই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : তার বাবা বিখ্যাত প্রনব বাগচী যার অধীনে চলে নেতাজী কেবীন।আজকে তার কন্যা দেবলীনা বাগচী শুরু করলেন নিজের ইন্টেরিয়ার ডিজাইনিং এবং আর্কিটেকট এর অফিস। ব্যাঙ্গালোর থেকে শিলিগুড়ি এসে নিজেই আজ থেকে শুরু করলেন নিজের নতুন ঠিকানা। জানালেন আমি এখন এই রাস্তা দিয়েই ভবিষ্যতের দিকে এগিয়ে যাব। আর্কিটেকট হিসাবে বিখ্যাত দেবলীনা এবারে শিলিগুড়িতেই শুরু করতে চান তার নতুন কর্মজীবন।জানালেন এই ব্যাপারে তার বাবা এবং মায়ের আর্শীবাদ তার কাছে সবচাইতে বড় সম্পদ। তাদের আর্শীবাদ এবং তাদের উৎসাহেই আমি ভবিষ্যতে বিখ্যাত হতে চাই। জানালেন শিলিগুড়ি ব্যাবসায়ীক শহর, এই শহরের চারিদিকে চা বাগান এবং তার সাথে রয়েছে বাবার নেতাজী কেবীন।

তিনি আরও জানালেন আমি ছোট থেকে নেতাজী কেবীনের নাম সারা বাংলার মানুষের কাছে শুনেছি এবার আমি চাই দেবলীনা বাগচিকে সবাই চিনুক। আমি একটা জায়গায় পৌছে গেছি আমার ইচ্ছে সাধারন মানুষ চিনুক আমাকে। যাদের দরকার তাদের পাশে আমি থাকব সবসময়। আমি বিখ্যাত হতে চাই শুধুমাত্র আমার কাজ নিয়েই নয় ভালো মানুষ হিসাবেও। আপাতত শিলিগুড়ি থেকেই আমি আমার কাজ শুরু করে দিতে চাই। তারপরে দেখা যাবে সব জায়গায় কিভাবে পৌছানো যায়। অবশ্য তার জন্য আমাকে অনেক পথ অতিক্রম করতে হবে,আর আমার বিশ্বাস আমি সেটা করে দেখাবো জানালেন দেবলীনা বাগচী। দেখা যাক কতটা কি করা যায় জানালেন দেবলীনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *