এবার একাধিক বেসরকারি সংস্থা ইডির নজরে পড়তে চলেছে কয়লা পাচার কাণ্ডে
বেস্ট কলকাতা নিউজ : কয়লা পাচার কাণ্ডে এবার এই শহরের বেশ কয়েকটি বেসরকারি সংস্থার নাম উঠে এলো ইডির নজরে।আরও অভিযোগ, রাজ্যে কয়লা পাচার কাণ্ডে ওই বেসরকারি সংস্থাগুলি নিজেদের ইন্ড্রাস্ট্রির জন্য কয়লা মাফিয়াদের কাছ থেকে বেআইনি কয়লা সরাসরি নেয় মোটা টাকার বিনিময় ও বিনামূল্যে৷নিজেদের কোম্পানির অ্যাক্যাউন্টের মাধ্যমে ট্রান্সফার করে সাদা টাকায় পরিবর্তন করেছিল কয়লা পাচারের সেই কালো টাকা ৷
বেশ কয়েকজন ব্যবসায়ী এবং বেশ কিছু বেসরকারি সংস্থা রয়েছেন ইডির আতস কাচের তলায় । ইডি সূত্রের খবর ইতিমধ্যেই তৈরি করা হয়েছে ওই বেসরকারি সংস্থার মালিকদের নামের তালিকাও। প্রয়োজন মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করবেন তাদের নিজেদের দফতরে ডেকেও। ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা এই সকল বেসরকারি সংস্থা গুলির নাম পেয়েছেন রাজ্যে কয়লা পাচার কাণ্ডের ঘটনায় ধৃতদের জেরা করে ৷
পাশাপাশি ইডির গোয়েন্দারা তল্লাশি চালিয়েছেন শহরের বেশ কয়েকটি বেসরকারি সংস্থার অফিসে আচমকাই হানা দিয়ে । সেখান থেকে তাঁরা বাজেয়াপ্ত করেন একাধিক নথিপত্র। ইডি সূত্রের খবর, দিল্লি থেকে প্রায় ৩০ জন ইডির আধিকারিক কলকাতায় এসেছেন শুধু রাজ্যের কয়লা পাচার কাণ্ডের ঘটনার তদন্তের জন্য।