এবার কলকাতাতে খুব সম্ভবত পুজো করার জন্য ডাক পেতে চলেছেন শিলিগুড়ির পুরোহিত সুকুমার ভাদুড়ী
শিলিগুড়ি: এতদিন উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় পুজো করে এসেছেন তিনি। এবার খোদ রাজধানীতে পুজো করতে ডাক আসতে চলেছে সুকুমার ভাদুড়ীর। জানা গেছে কলকাতার একটি দুর্গাপূজো কমিটির সাথে কথা চলছে তার। সব যদি ঠিকঠাক হয়ে যায় তবে এবার দক্ষিণবঙ্গে দুর্গা পুজো করবার সূচনা হতে চলেছে সুকুমার বাবুর। তিনি জানান কথা চলছে, আমার খুব ইচ্ছে একবারের জন্য হলেও কলকাতায় পুজো করার। তবে দুর্গাপুজো প্রচন্ড শক্ত পুজো। প্রচুর পরিশ্রম করতে হয় , এক থেকে দুটির বেশি পুজো করা যায় না। বলা যায় একটার বেশি করাই যায়। যদি আমি কলকাতা থেকে ডাক পাই পুজো করার জন্য তবে এবার পুজো আমার কলকাতাতেই কাটবে। এটা আমার কাছে এক বিরল ঘটনা এমনটাই জানালেন সুকুমার ভাদুরী।

তিনি আরো জানান মহানগরীর বুকে আমি দুর্গাপুজো করছি , এই সম্মানই যে একটা আলাদা । যদি ডাক পাই, তবে আমি আমার সাধ্যমত চেষ্টা করব নিষ্ঠা ভরে পূজা করার। কলকাতায় পুজো করলে আমার জীবনে একটা নতুন দিগন্ত খুলে যাবে, যেটা হবে আমার বর্তমান পুরোহিত জীবনের শ্রেষ্ঠ পুরস্কারও , এমনটাই জানালেন তিনি।