এবার কলকাতা হাইকোর্টেও জনস্বার্থ মামলা দায়ের হল স্কুল-কলেজ খোলার ব্যাপারে
বেস্ট কলকাতা নিউজ : যখনই করোনা পরিস্থিতি উদ্বেগজনক হচ্ছে তখনই স্কুল-কলেজ বন্ধ হয়ে যাচ্ছে। করোনার প্রাথমিক পর্বে সমস্ত স্কুল-কলেজ বন্ধ ছিল। কিন্তু তারপর ধীরে ধীরে স্কুলে উঁচু ক্লাস এবং কলেজ খোলা হলেও আবার রাজ্যের স্কুল কলেজ বন্ধ হয়ে গিয়েছে করোনার প্রবল ধাক্কায়।
কিন্তু এবার এই নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। এও বলা হচ্ছে, গঙ্গাসাগর মেলা যদি করোনা বিধিনিষেধ মেনে হতে পারে, তাহলে একই নিয়মে কেন স্কুল কলেজ খোলা হবে না? মঙ্গলবার এই নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী সায়ন ব্যানার্জি। তিনি এও জানিয়েছেন, ‘সংবিধানে বলা আছে সবার জন্য বিনামূল্যে শিক্ষার অধিকারের কথা। কিন্তু করোনা পরিস্থিতিতে দেখা যাচ্ছে ক্রমশ জোর দেওয়া হচ্ছে অনলাইনে পড়াশোনা ওপরই । এর ফলে পড়ুয়াদের মধ্যে হয়ে যাচ্ছে ডিজিটাল বিভাজন, মোটেই যা কাম্য নয়।
এদিকে রাজ্যে করোনা পরিস্থিতির মধ্যেও রাজ্য সরকার কিন্তু নিয়মবিধি মেনে যাত্রা, মেলা খুলে দেবার কথা বলেছে। শুধুমাত্র স্কুল-কলেজ বন্ধ হয়ে রয়েছে অনির্দিষ্টকালের জন্য।’ এই মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রাজ্য সরকারকে স্কুল কলেজ খোলার ব্যাপারে কি নির্দেশ দেয় সেটাই দেখার।