এবার নতুন মাস্টার স্ট্রোক দিল মোদী সরকার, সীমান্তে চরম জব্দ হবে চীন
চীনা সেনা রুখতে নয়া মাস্টার স্ট্রোক ভারতের। নতুন পরিকল্পনা অনুযায়ী চীনের লাল ফৌজ ভারতীয় সেনাদের সঙ্গে টেক্কা দিতে গেলে দু’বার ভাববে। বর্ডারে দুই দেশের পক্ষ থেকেই বাড়ানো হয়েছে এক্সট্রা সতর্কতা। চীনা সেনা রুখতে ভারত সরকার গ্রহণ করেছে ত্রিমুখী অস্ত্র। বিশেষজ্ঞ মহল মনে করছে, মোদী সরকারের এই পদক্ষেপ বেশ অস্বস্তিতে ফেলবে বেজিংকে। ইন্দো-তিব্বত সীমান্তে আগের থেকে অনেক বেশি বর্ডার পুলিশের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি চালু করা হয়েছে শিনকু লা টানেল। সীমান্তবর্তী গ্রাম গুলির জন্য চালু করা হয়েছে ‘প্রাণবন্ত’ প্রকল্প। সি জিনপিং যখন তৃতীয়বার চীনের প্রেসিডেন্ট পদে ক্ষমতায় আসেন, তখন জানিয়েছিলেন সীমান্ত পরিকাঠামোর উপর বিশেষ ভাবে জোর দেবেন। সেই কথা তিনি রেখেছেন। অপরদিকে পিছিয়ে নেই ভারতও। ইতিমধ্যেই মোদি সরকার সাসের লা এলাকাতেই একটি ১২ কিলোমিটারের সুরঙ্গ পরিষ্কারের উদ্যোগ নিয়েছে। যদি চীনা সেনার আক্রমণে দারবুক শায়ক ডিবিও রাস্তা বন্ধ হয় তাহলেও সমস্যা নেই। তখন কাজে আসবে মানালি-অটল টানেল।