এবার পাল্টে যাচ্ছে কলকাতার স্কাই লাইন, নিউইয়র্কের ধাঁচে ধর্মতলাসহ কলকাতার প্রাণকেন্দ্র সেজে উঠছে গগনচুম্বী অট্টালিকায়
বেস্ট কলকাতা নিউজ : কয়েকদিন আগেই আন্তর্জাতিক এক সমীক্ষায় রিপোর্টে উঠে এসেছে গোটা দেশের মধ্যে কলকাতা একেবারে প্রথম সারিতে উঠে এসেছে রিয়েল এস্টেট শিল্পের ক্ষেত্রে। শুধুমাত্র চলতি আর্থিক বর্ষের কলকাতায় রেসিডেন্সিয়াল ও কর্পোরেট অফিস স্পেস বিক্রির পরিমাণ ছাড়িয়েছে ১০০০০ কোটি টাকার বেশি। স্বাভাবিকভাবেই বাংলার বাইরে থেকে এবং আন্তর্জাতিক স্তরে একের পর এক শিল্প সংস্থা কলকাতার রিয়েল এস্টেট ক্ষেত্রে বিনিয়োগ করতে এগিয়ে আসছে।
পিছিয়ে নেই বাংলার রিয়েল এস্টেট সংস্থা গুলো। কিছুদিনের মধ্যেই ধর্মতলা বাবুঘাট আচার্য জগদীশচন্দ্র বসু রোড এবং পার্কসার্কাস এলাকায় মাথা তুলতে চলেছে একের পর এক গগনচুম্বী অট্টালিকা। বাবুঘাটের পাশে যেমন টেবিল কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ করে তৈরি করছে Keventer One (Strand Road-G+33), তেমনভাবে কলকাতার প্রাণ কেন্দ্র ধর্মতলায় সিদ্ধা গ্রুপ তৈরি করছে সিদ্ধা এসপ্ল্যানেড। এজেসি বোস রোডে সৃজন গ্রুপ তৈরি করছে সৃজন লোগোস। এদিকে পার্ক সার্কাস এলাকাতেও কর্পোরেট অফিস গুলির জন্য সৃজন রিয়েলটি গোষ্ঠী তৈরি করছে সৃজন ইন্টেলিয়া বিজনেস পার্ক। মূলত বাংলায় গত কয়েক বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে একের পর এক বিদেশি শিল্প গোষ্ঠী এবং তথ্যপ্রযুক্তি সংস্থা তাদের অফিস খোলার পরে এখানে কর্পোরেট অফিসের চাহিদা যেমন বেড়েছে ঠিক তেমনভাবেই বেড়েছে সাধারণ মানুষের জীবন যাত্রার মান।