এবার বিশাল বিনিয়োগ হতে চলেছে এ রাজ্যে , হলদিয়ায় শুরু হল ৩০০০ কোটি টাকা বিনিয়োগে ভারতের বৃহত্তম ফেনল প্লান্ট তৈরির কাজ
বেস্ট কলকাতা নিউজ : ভারতের বৃহত্তম ফেনল প্রস্তুতকারক কারখানা গড়ে উঠতে চলেছে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায়। বুধবার এই ফেনল প্রস্তুতকারক কারখানা বা ফেনল প্লান্টেড ভিত্তিপ্রস্তর স্থাপন করল হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড। ভারতের বৃহত্তম এই ফেনল্ড প্লান্ট তৈরির জন্য হলদিয়া পেট্রোকেমিক্যালস প্রাথমিকভাবে ৩০০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ওলেফিন কনভার্সন টেকনোলজি ভিত্তিক ভারতের প্রথম অন-পারপাস প্রোপিলিন প্লান্ট এবং দেশের বৃহত্তম ফেনল প্লান্ট হলদিয়াতে গড়ে তুলবে তারা।
এদিকে হলদিয়া পেট্রোকেম জানিয়েছে হলদিয়াতে প্রকল্পের উৎপাদন চালু হওয়ার পর ফেনোলিক্স চেইনে তারা ভারতের প্রথম ইন্টিগ্রেটেড সংস্থা হবে বলেও । ভারতের অন্যতম বৃহত্তম পেট্রোকেম সংস্থা হলদিয়া পেট্রোকেম। গত অর্থবছরে তাদের টার্নওভার ছিল ১৪ ,৩০০ কোটি টাকার বেশি। যার মধ্যে কেমিক্যালস বিক্রি থেকে এসেছে ৩ ,২৬০ কোটি টাকার মতো।
ফেনল একটি স্পেশ্যালিটি কেমিক্যালস। মূলত ফেনল ব্যবহৃত হয় প্লাস্টিকস, এক্সপ্লোসিভস, ড্রাগস, ডাই অ্যান্ড ডাই ইন্টারমিডিয়েট ইন্ডাস্ট্রিজ় ইত্যাদি উৎপাদনের মূল কাঁচামাল হিসেবে। গত অর্থবছরে স্পেশ্যালিটি কেমিক্যালস ব্যবসা থেকে৯৯৯ কোটি টাকা আয় হয়েছে সংস্থাটির । হলদিয়া পেট্রোকেমের এক আধিকারিক জানিয়েছেন, স্পেশ্যালিটি কেমিক্যালসের ‘নিশ’ সেগমেন্টের ভারতে বিপুল চাহিদা রয়েছে। এদিকে হলদিয়া পেট্রোকেমের হোল টাইম ডিরেক্টর ও চিফ এগজ়িকিউটিভ অফিসার নবনীত নারায়ণ জানান , ‘এই প্লান্টগুলি চালু হওয়ার পর আশা করা হচ্ছে আমাদের কেমিক্যালস ব্যবসা আরও ৫ হাজার কোটি টাকা বাড়বে বলে । সংস্থার লক্ষ্য, প্রকল্প নির্মাণ শেষ করা ২০২৬ সালের মার্চের মধ্যে।’