এবার ভারতেও হানা দিলো চিনে দাপিয়ে বেড়ানো HMPV ভাইরাস, কেন্দ্রকে এমনি তথ্য দিলো দেশের এই রাজ্য

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ভারতে ঢুকে পড়ল চিনে দাপিয়ে বেড়ানো HMPV ভাইরাস। ব্যাঙ্গালুরুতে আক্রান্ত আট মাসের শিশুকন্য। জানা গিয়েছে, শিশুটি বেশ কিছু দিন ধরেই জ্বর নিয়ে সেখানকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিল। এরপর শিশুটির নমূনা পরীক্ষা করা হয়। হাসপাতাল সূত্রে খবর, হাসপাতালের ল্যাব টেস্টে শিশুকন্যার দেহে এইচএমপিভি ভাইরাসের উপস্থিতির প্রমাণ মিলেছে। কর্ণাটকের স্বাস্থ্য দফতর ইতিমধ্যেই এবিষয়ে আপডেট কেন্দ্রীয় সরকারের সঙ্গে ভাগ করেছে।

হিউম্যান মেটাপনিউমোভাইরাস, যা এইচএমপিভি নামেও পরিচিত। গত কয়েকদিন ধরেই চিনে এই ভাইরাস দাপট দেখাতে শুরু করেছে। আক্রান্ত হয়েছেন লক্ষাধিক মানুষ। হাসপাতালে উপচে পড়ছে আক্রান্তের ভিড়। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এর মাঝেই চরম আতঙ্ক ছড়িয়ে ভারতে প্রবেশ করল এইচএমপিভি ভাইরাস। বয়স্ক এবং শিশুদের এই ভাইরাসে আক্রান্তের সম্ভাবনা সবচেয়ে বেশি। সর্দি, কাশি, গলা ব্যথা, মাথাব্যথা, ক্লান্তি, কাশি, জ্বর বা র‍্যাশ এই ভাইরাসের সাধারণ লক্ষণগুলির মধ্যে সবচেয়ে সাধারণ। HmPV ভাইরাসের লক্ষণ : এই ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা।এই ভাইরাসের প্রভাবে শ্বাসযন্ত্রে সংক্রমণের ঘটনা ঘটছে। যার ফলে কাশি এবং শ্বাস নিতে সমস্যা দেখা দেবে। এ ছাড়া গলাব্যথা, মাথাব্যথা, কাশি, জ্বর, ঠাণ্ডা ও ক্লান্তির মত উপসর্গও দেখা দিচ্ছে।

এই বিষয়গুলি মাথায় রাখুন : যেকোনো সংক্রমিত ব্যক্তির থেকে দূরে থাকা বা ভিড়ে মাস্ক ব্যবহার করাই ভালো।নিয়মিত সাবান দিয়ে হাত ধুয়ে নিন। হাঁচি বা কাশির সময় মুখ ঢেকে রাখুন। হাঁচি বা কাশির পর আপনার হাত স্যানিটাইজ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *