এবার মৌমাছির বিষে উপশম হবে আর্থারাইটিস এর সমস্যা
বেস্ট কলকাতা নিউজ : আর্থরাইটিস এর সমস্যা এবার থেকে উপশম করবে মৌমাছির বিষের তৈরি ইনজেকশন। ইঁদুরের ওপর চালানো গবেষণায় এমনই তথ্য সামনেএনেছেন চিকিৎসা-বিজ্ঞানীরা। বর্তমানে বিশ্বে প্রায় ৩৫ কোটি মানুষ আর্থারাইটিসের সমস্যা এ ভুক্ত ভোগী । আগামী দিনে তাদের জন্য এই চিকিৎসা পদ্ধতি নতুন আশার আলো হয়ে দেখা দেবে বলে জানিয়েছেন চিকিৎসকরা৷ জানা গিয়েছে, মৌমাছির বিষ থেকে নেয়া পেপটাইড দিয়ে গবেষকরা তৈরি করেছেন খুদে ন্যানো পার্টিকেলস বা ন্যানোকণিকা। খালি চোখে এগুলোকে দেখা যাবে না। মেলিটটিন নামের এই পেপটাইডে রয়েছে প্রদাহ-নাশ করার শক্তিশালী ক্ষমতা। যাতে দেহের নরম অস্থি ধ্বংস ঠেকানো সম্ভব হবে। গবেষকরা বলেছেন, ভয়াবহ দুর্ঘটনা বা ক্রীড়া ক্ষেত্রে হাড়ে মারাত্মক আঘাত পাওয়ার পরই এটি প্রয়োগ হলে আর্থারাইটিস হওয়ার আশঙ্কা ঠেকানো যাবে।
এছাড়া, আর্থারাইটিসে দীর্ঘদিন ভুগছেন এমন রোগীকে এটি দেওয়া হলে তারও প্রচণ্ড বেদনাদায়ক পরিস্থিতির থেকে নিরসন ঘটবে৷ হুল ফোটানোর পর তীব্র যন্ত্রণা হয়। মৌমাছির বিষের কারণেই এমনটি হয়। এই বিষ নিরাপদে সরাসরি মানব শরীরে ঢোকানোর পথ পাওয়া যাচ্ছিল না। কারণ দেহে ঢোকানোর পর তা তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে থাকে । মারাত্মক এ অ্যালার্জির কারণে জীবন নিয়ে টানাটানিও দেখা যেতে পারে।মৌমাছির বিষ দিয়ে ইনজেকশন তৈরিতে সহায়তা করেছেন অধ্যাপক স্যামুয়েল উইকলাইন। অবশ্য এখনও মানব দেহে এ চিকিৎসার কার্যকারিতা পরীক্ষা করে দেখা হয় নি। তাই এটি বাজারে আসতে আরও অনেকে সময় নেবে তা সহজেই অনুমান করা যায়।