মোদীর পর আর এক ভারতীয় ঋণ খেলাপি ধরা পড়লো বিদেশের মাটিতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : নীরব মোদীর পর আরও এক ব্যংক ঋণ খেলাপি ধরা পড়ল বিদেশের মাটিতে ৷ আলবেনি থেকে আটক করা হিতেশ প্যাটেলকে ৷ হিতেল প্যাটেল স্টারলিং বায়োটেক কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত ৷ ইন্টারপোলে ইডির অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়৷আলবেনিয়ার তিরানাতে আটক করা হয় হিতেশকে৷ পরে নির্দিষ্ট অভিযোগের উপর নির্ভর গ্রেফতার করা হয় ওই ঋণ খেলাপিকে৷ ইডি সূত্রে জানানো হয়েছে স্টারলিং বায়োটেক মামলায় হিতেশকে আটক করা হলেও এই মামলায় মূল অভিযুক্ত তার দুই শালা নীতিন ও চেতন সান্দেসারা৷ ধৃত হিতেশ প্যাটেলকে খুব শীঘ্রই ভারতে ফিরিয়ে নিয়ে আনা হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে৷

জানা গিয়েছে, চলতি বছরের ১১ই মার্চ ইন্টারপোল হিতেশ প্যাটেলের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করেছিল৷ ৮হাজার ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে স্টারলিং বায়োটেকের বিরুদ্ধে৷ দিল্লি আদালত ওই গোষ্ঠীর দুই ডিরেক্টর সান্দেসারা ভাইদের প্রত্যর্পণের আবেদন আলবেনিয়াতে পাঠানোর আবেদনে সিলমোহর দেয়৷ইডি আদালতে জানিয়েছে, নীতিন ও চেতন সান্দেসারার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠতেই তারা আফ্রিকা মহাদেশের অন্তর্গত আলবেনিয়াতে গা ঢাকা দেয় ,পরে সেখানকার নাগরিকত্ত্বও জোড়াগ করে ফেলে৷ তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এবছরের শুরুর দিকে ৷২০১৭ সালে প্রিভেনশন ওফ মানি লনন্ডারিং আইনের ভিত্তিতে স্টারলিং বায়োটেকের বিরুদ্ধে মামলা দায়ের করে ইডি৷ ইডির মামলার ভিত্তিতে ওই সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ও আয়কর বিভাগও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *