এবার শহরবাসীর সমস্যা মিটবে একটা মাত্র ভিডিওতেই , এমনটাই জানালেন মেয়র ফিরহাদ হাকিম
বেস্ট কলকাতা নিউজ : প্রথমবার মেয়র হয়ে ‘টক টু মেয়র’শুরু করেছিলেন ‘দিদিকে বলো’-র ধাঁচে । এবার দ্বিতীয়বার কলকাতা কর্পোরেশনের মেয়রের চেয়ারের বসে ফিরহাদ হাকিম ঘোষণা করলেন ‘শো ইওর মেয়র’ পরিষেবার। তিনি আরও জানান, এই পরিষেবার মাধ্যমে সাধারণ মানুষ নিজের এলাকার অসুবিধার ছবি বা ভিডিও মেয়রের কাছে সরাসরি পাঠাতে পারবেন। সেই ভিজ্যুয়াল পাঠানো যাবে নির্দিষ্ট হোয়াটসঅ্য়াপ নম্বরে। ভিডিও দেখার জন্য এমনকি মেয়রের দফতরে লাগানো হবে জায়েন্ট স্ক্রিনও। সেখানে সমস্যার ভিজ্যুয়াল দেখে, তা সমাধান করা হবে। সমস্যা মিটলে ওই ব্যক্তিকে পাঠিয়ে দেওয়া হবে সেই ছবি বা ভিডিও, যিনি সমস্যার কথা জানিয়েছিলেন। কলকাতা কর্পোরেশন যে তাঁর সমস্যা মিটিয়ে দিয়েছে তা জানান হবে।
উল্লেখ্য,কলকাতার বিস্তৃর্ণ এলাকার মানুষ ভোগেন বর্ষাকালে জমা জলের যন্ত্রণায়। এই বিষয়ে ফিরহাদ হাকিম জানান, সংস্কার করা হবে শহরের খালগুলোকে। এমনকি কলকাতা সাক্ষী থেকেছে জমা জলে ইলেকট্রিক তার পড়ে মৃত্যুর মতো ঘটনারও। মহানাগরিক জানান এমন ঘটনা যাতে আর না ঘটে সেজন্য যত্রতত্র কেবলের তার সরিয়ে ফেলার ব্যবস্থা করা হবে বলেও।