এবার শ্রমজীবী ক্যান্টিনের পর চালু করা হল শ্রমজীবী বাজারও
বেস্ট কলকাতা নিউজ : এবার শ্রমজীবী বাজার চালু করা হল শ্রমজীবী ক্যান্টিনের পর। স্থানীয় বাম নেতৃত্ব প্রথম এই বাজার চালু করল বাঘাযতীন চত্বরে। গত দু’দিন ধরে এখান থেকে ন্যায্যমূল্যে সবজি পেয়েছে দরিদ্র শ্রেণীর মানুষেরা।৩২০ জনের হাতে স্বল্পমুল্যে সবজি দেওয়া হয় স্থানীয় বাম নেতৃত্বের উদ্যোগে। এই বাজারে পাওয়া যাচ্ছে উচ্ছে, পটল, লাউ, ভেন্ডি, পেঁপে, ঝিঙের মতো নানা সবজি।
এই প্রসঙ্গে বাম নেতা সুজন চক্রবর্তী বলেন, ” প্রতিদিনই আকাশ ছোঁয়া হচ্ছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ।দিনের পর দিন বেড়েই চলেছে এমনকি আলুর দামও।ছোঁয়াও যাচ্ছে না বাজারের কোন সবজিও। ফড়েরা দাপিয়ে বেড়াচ্ছে এমনকি রাজ্যের একাধিক বাজারগুলিতেও। এদিকে মূল্যবৃদ্ধির প্রবল চাপ ক্রমশ এসে পড়েছে সাধারণ মানুষের উপরই।শ্রমজীবী বাজার চালু করা হল গরিব মানুষকে কিছুটা সাহায্য করতেই। ” তবে শুধু কলকাতাই নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে এমন শ্রমজীবী বাজার চালু করার চিন্তাভাবনা রয়েছে বলেও তিনি জানিয়েছেন।