এবার সুখবর নিয়োগপ্রার্থীদের জন্য! বিজ্ঞপ্তি প্রকাশ হল রাজ্যের বিভিন্ন জেলায় রেশন ডিলার নিয়োগের
বেস্ট কলকাতা নিউজ : নিয়োগপ্রার্থীদের জন্য এবার সুখবর ! পশ্চিমবঙ্গের ফুড এন্ড সাপ্লাই ডিপার্টমেন্ট একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্যের বিভিন্ন জেলায় রেশন ডিলার নিয়োগের জন্য । নিয়োগপ্রার্থীদের সুবিধার্থে রইলো সমস্ত তথ্য।
পদ: ফেয়ার প্রাইস সপ ডিলার্স
শূন্যপদ: ৩০
যোগ্যতা: সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীকে
বয়স: বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি
শূন্যপদ: হুগলি জেলার জন্য ১৬ , পূর্ব মেদিনীপুর জেলার জন্য ১৩ এবং উত্তর চব্বিশ পরগনার জন্য ১ জন
কী ভাবে করবেন আবেদন ?
প্রথম স্টেপ: অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে (www.food.wb.gov.in ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত অর্থাৎ রেজিস্টেশন করতে হবে)
দ্বিতীয় স্টেপ: রেজিস্টেশন করার সময় খুবই মনোযোগ সহকারে প্রার্থীর বৈধ ইমেল আইডি ,শিক্ষাগত যোগ্যতার সমস্ত সার্টিফিকেট এবং প্রয়োজনীয় তথ্যের ডকুমেন্টস স্ক্যান করে ওয়েবসাইটে আপলোড করতে হবে।
আবেদন ফি কত ? আবেদনের জন্য সকলের ক্ষেত্রে ১ হাজার টাকা ধার্য্য করা হয়েছে।
আবেদনের শেষ তারিখ : বিপপ্তি প্রকাশের ২১ দিনের মধ্যে আবেদন করতে হবে।