এসএসসি অভিযানের আগে পুলিশের হাতে আটক হল চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আজ সোমবার চাকরিহারা যোগ্য শিক্ষকদের তরফে এসএসসি অভিযানের ডাক দেওয়া হয়েছে৷ তার আগেই হুগলির আদিসপ্তগ্রাম স্টেশন থেকে আটক করা হল চাকরিহারা শিক্ষক আন্দোলনের নেতা তথা আহ্বায়ক সুমন বিশ্বাসকে ৷ যদিও পরিবারের দাবি, তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷ এদিকে স্থানীয় সূত্রে খবর, সোমবার ভোরে ব্যান্ডেলের আশ্রম মাঠে সুমন বিশ্বাসের বাড়িতে তল্লাশি চালায় চুঁচুড়া থানার পুলিশ। পরিবারের অভিযোগ, শুধুমাত্র আন্দোলনকে স্তব্ধ করার জন্যই ভোর রাত থেকে তাঁর বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়। যদিও গ্রেফতারের আশঙ্কা করে আগেই বাড়ি ছেড়ে চলে যান ওই চাকরিহারা শিক্ষক । পরিবারের দাবি, পরে আদিসপ্তগ্রাম স্টেশন থেকে সুমন বিশ্বাসকে আটক করা হয় । তারপর তাঁকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সে সম্পর্কে কিছু জানানো হয়নি পুলিশের তরফে।

মূলত যোগ্য শিক্ষক শিক্ষিকা ও যোগ্য শিক্ষা কর্মী, যোগ্য ওয়েটিং নট কল ফর ভেরিফিকেশান ও অনশনকারী মঞ্চের আহ্বায়ক সুমন বিশ্বাস । তিনি হুগলির ব্যান্ডেলের বাসিন্দা । সুমন বেথুয়া ডহরী মেজপোতা হাইস্কুলের জীবন বিজ্ঞানের সহ-শিক্ষক ছিলেন । ১০ বছর শিক্ষকতা করার পর চাকুরিহারা হন তিনি । আজ ১৮ অগস্ট চাকরিহারা শিক্ষকদের এসএসসি অভিযানের জন্য ডাক দিয়েছিলেন সুমনই । সেই মর্মেই মেল করেছিলেন তিনি । রবিবার রাতে বাড়িতেও ছিলেন সুমন।

ঘটনার সূত্রপাত রবিবার ৷ যখন বিধাননগর পুলিশ কমিশানারেটের ডিসি অনিশ সরকার সাংবাদিক বৈঠক করে একটি অডিয়ো ক্লিপ প্রকাশ করেন । সেই অডিয়োতে সোমবার এসএসসি অফিস অভিযানে গণ্ডগোল হতে পারে এবং পুলিশকে বোমা মারার কথা বলতে শোনা যায় । আন্দোলন আদালতের নির্দেশ মেনে শান্তিপূর্ণ করার কথা বলা হলেও হিংসার আশঙ্কা করে পুলিশ সুমনের বাড়িতে তাঁর খোঁজে হানা দেয় । সুমনের পরিবারের দাবি, সোমবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ পুলিশের একটি দল তাঁর বাড়িতে আসে। তাঁর খোঁজ করে এবং বাড়িতে ঢুকে তল্লাশি করে তারা ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *