এসটিএফ বানচাল করল শহরে অবৈধ টেলিকম ইনস্টলেশন করে সাইবার হানার চেষ্টা
বেস্ট কলকাতা নিউজ : শহরে হদিশ মিলল অবৈধ টেলিকম ইনস্টলেশনের। ঘটনাস্থল কসবা থানা এলাকার সুইংহো লেন। কলকাতা পুলিশের এসটিএফের (STF) গোয়েন্দারা এই ঘটনায় একজনকে গ্রেফতারও করেছে। এসটিএফ সূত্রে খবর, ধৃতের নাম অমিতকুমার গুপ্ত। আরও জানা গিয়েছে, সে অবৈধভাবে বেশ কিছু দিন ধরেই এই কাজ চালাচ্ছিল এলাকায় একটি বাড়িতে। এদিকে গোয়েন্দাদের প্রাথমিক অনুমান বিশেষ পদ্ধতি অবলম্বন করে সে আইএসডি কলগুলি বন্ধ করে দেওয়ার পরিকল্পনায় ছিল বলেও। এর পাশাপাশি তাঁরা এও মনে করছেন, অভিযুক্তের সাইবার হানারও পরিকল্পনা ছিল এই অবৈধ টেলিকম ইনস্টলেশনের দ্বারা। এই ঘটনায় কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (এসটিএফ) ভি সলেমন নেশাকুমার বলেন, কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দারা ওই বাড়িতে তল্লাশি চালায় গোপন সূত্রের খবর পেয়ে। সঙ্গে ছিল এমনকি টেলিকম বিভাগের আধিকারিকরাও।
এদিকে লালবাজার সূত্রের খবর, তল্লাশির পর তিনটি রাউটার, একাধিক কম্পিউটার সিপিইউ, ৭৩ টি চালু সিম, তিনটি সক্রিয় সিমবক্স-সহ একাধিক সামগ্রী উদ্ধার হয়েছে ঘটনাস্থল থেকে। পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এমনকি উদ্ধার হওয়া সামগ্রীগুলিও। তদন্তকারীরা জেরা করবেন ধৃত অমিতকুমার গুপ্তকে নিজেদের হেফাজতে নিয়ে গিয়ে। মূলত সে কী উদ্দেশ্যে এই কারবার চালাচ্ছিল, পুলিশ তা জানার চেষ্টা করছে।