এসে গেল বর্ষার মরসুম , তারপরেও শিলিগুড়িতে চরম মন্দা আমের বাজার

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : আষাঢ় মাসের মাঝামাঝি চলে আসলেও শিলিগুড়িতে সেইভাবে ওঠে নি আমের বাজার। শিলিগুড়ির মার্কেটের আমের চড়া দামও দায়ী এই জন্য। কোথাও কোথাও আম বিক্রি হচ্ছে কেজী প্রতি তিরিশ টাকা বেশী। একমাত্র ল্যাংড়া আম শিলিগুড়িতে বিক্রি হচ্ছে ন্যায্য মুল্যেই। তাছাড়া হিমসাগর এবং মালদা থেকে আসা আমের দাম হতাশ করছে আম প্রেমীদের। এক বিক্রেতা জানালেন এবারে এমনিতেই আম বাজারে আসতে দেরী করেছে অনেকটাই, তার উপরে মালদার আম বিদেশে চলে গেছে। যার কারনে উত্তরবঙ্গে মালদার আম একেবারেই আসে নি বললেই চলে। কম আম আসার কারনে দাম বেড়েছে অনেকটাই।

এদিকে আম প্রেমিরা জানিয়েছেন সাধ্যের বাইরে চলে গেছে আমের দাম। সেই কারনে কিনতে পারা যাচ্ছে না আম। এবারে আম পাহাড়েও গেছে অনেক কম, সিকিমে আমের জনপ্রিয়তা থাকলেও প্রাকৃতিক দূর্যোগ এর কারনে আমের রপ্তানি কমে গেছে। অথচ শুরুতে আশা করা যাচ্ছিল এবারে আমের জনপ্রিয়তা এবং বিক্রি বাড়বে অনেকটাই। সেই তুলনায় আম এসে পৌছায়নি শিলিগুড়িতে। শিলিগুড়ির বিধান মার্কেটে যেখানে আম বিক্রি হত দেখবার মতন সেখানেও আমের বিক্রি কমেছে। আমের সাথে সাথে লিচুর বিক্রিও অনেকটাই কমেছে শিলিগুড়িতে। বর্ষার সময় লিচু শিলিগুড়িতে বিক্রি হত রেকর্ড পরিমানে এইবার সেই বিক্রিও তলানিতে ঠেকেছে। দুই জনপ্রিয় ফলের বিক্রি কমে যাওয়ায় হতাশ ফল বিক্রেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *