ডাক্তারি পড়ার সুযোগ বাড়ছে বাংলায়, নতুন বেসরকারি মেডিক্যাল কলেজ তৈরি হতে চলেছে নিউটাউনে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কোলকাতা নিউজ : ক্রমশ বাড়ছে এ রাজ্য ডাক্তারি পড়ার চাহিদা । আর সে কথা মাথায় রেখেই এবার আরও একটি নতুন বেসরকারি মেডিক্যাল কলেজ হতে চলেছে এ রাজ্যে। সূত্রের খবর,   বেলভিউ (Belle Vue) গোষ্ঠী এই কলেজ স্থাপন করবে রাজারহাট-নিউটাউন এলাকায়। বেলভিউ কর্তাদের এ নিয়ে প্রাথমিক কথা হয়ে গিয়েছে এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও। বেলভিউ হাসপাতালের এক কর্তা জানিয়েছেন, জমিও পছন্দ হয়ে গিয়েছে এমনকি মেডিক্যাল কলেজ তৈরি করার জন্যও। এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা কলেজ তৈরি করার।

মুখ্যমন্ত্রী রাজ্যের ডাক্তারি পড়ুয়াদের জন্য  সুখবর দিয়েছিলেন অক্টোবর মাসেই। ব্যাচের সূচনা হয়েছে পুরুলিয়া সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০০টি এমবিবিএস আসন নিয়েও। এর পাশাপাশি  এমবিবিএস আরও ১৫০টি আসন বাড়ানো হয়েছে  দুর্গাপুরের গৌরীদেবী মেডিক্যাল কলেজেও। এবার  ছাত্রছাত্রীরাও মুখিয়ে রয়েছে দেশের অন্যতম উন্নত পরিষেবা প্রদানকারী বেলভিড হাসপাতাল গোষ্ঠীর মেডিক্যাল কলেজে পড়ার জন্যও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *