এ বছর দর্শনার্থীরা সশরীরে দুর্গাপুজো দেখতে পারবেন না বেলুড় মঠে , লাইভ সম্প্রচার করা হবে ওয়েবসাইটে
বেস্ট কলকাতা নিউজ : এবছর বেলুড় মঠে দর্শনার্থীরা সশরীরে দুর্গাপুজো দেখতে পারবেন না করোনা সংক্রমণের কারণে। তবে মায়ের সামনের এসে পুজো না দেখতে পারার আক্ষেপ যাতে ভক্তদের মনে বাসা না বাঁধে, সেজন্য বেলুড়মঠের নিজস্ব ওয়েবসাইটে সরাসরি দেখানো হবে পুজোর সমস্ত দিনের মায়ের পুজোর যাবতীয় সবকিছু। লাইভ টেলিকাস্ট দেখা যাবে www.belurmath.org সাইটে। এছাড়াও প্রতিবারের মতো নিয়ম মেনে টেলিকাস্ট করবে এমনকি দূরদর্শনও।
বেলুড় মঠ সূত্রে জানা গিয়েছে, পঞ্চমীর দিন সন্ধ্যারতি, দেবীর বোধন, ষষ্ঠীর দিন একই সময়ে দেবীর কল্পারম্ভ আমন্ত্রণ অধিবাস সরাসরি দেখা যাবে তাঁদের ওয়েবসাইটে। এছাড়াও ওয়েবসাইটে দেখা যাবে সপ্তমী, অষ্টমী, নবমীর পূজা, অষ্টমীর দিনে কুমারী পূজা এমনকি দশমীর দিনের দেবী মায়ের বিসর্জনও ।মঠ সূত্রে আরও জানানো হয়েছে, এবারও দেবী দুর্গার পুজো হবে বৈদিক নিয়ম কানুন মেনে। কোনওরকম খামতি থাকবে না সেখানে। কুমারী পুজো, সন্ধি পুজোও হবে চিরাচরিত প্রথা মেনেই। উল্লেখ্য, ২০০০ সাল থেকে বাইরের আঙিনায় আনা হয়েছে মায়ের পুজো। কিন্তু এবার মায়ের পুজোর আয়োজন করা হচ্ছে মূল মন্দিরেই। এবার মায়ের পুজো বাইরে হবে না করোনা সংক্রমণের জন্য।