ঐতিহাসিক বাজেট সংক্রান্ত লিফলেট নিয়ে বিশেষ প্রচার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে
শিলিগুড়ি : ঐতিহাসিক বাজেটে লক্ষীর ভান্ডারের টাকা বেড়েছে। তাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলীয় কর্মীদের নিয়ে ১৪ নং ওয়ার্ড শিলিগুড়ি আশ্রমপাড়াতে বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার শুরু করলেন ১৪ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস সভাপতি কমল কুমার কর্মকার। তিনি এদিন পুরুষ এবং মহিলা কর্মীদের নিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে লিফলেট বিলি করেন ।
তিনি আরও জানান বর্তমান পরিস্থিতিতে ৫০০ টাকা থেকে একহাজার টাকা করা সহজ কাজ নয়। বাংলার মা বোনেদের কথা চিন্তা করে আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় লক্ষীর ভান্ডারের টাকা বাড়িয়ে দেবার সিদ্ধান্ত নিয়েছেন। এই টাকা মানুষের কাছে একটা আর্শীবাদ এর মতন। তাই আমরা মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে মানুষের কাছে এই বার্তাই পৌছে দিতে চাইছি যে আপনার এবং আমাদের মাথার উপরে আমাদের মুখ্যমন্ত্রী আছেন। তাই আপনারা নিশ্চিত মনে বাংলায় থাকুন। কেউ আপনাদের বিরক্ত করবে না। এদিন ওয়ার্ড সভাপতি বাড়িতে বাড়িতে গিয়ে মহিলাদের সাথে দেখা করে জিঞ্জাসা করেন লক্ষীর ভান্ডার করা হয়েছে কি না। যদি না করা হয়ে থাকে অবিলম্বে করতে। এদিন প্রচুর উৎসাহী মহিলাও জিঞ্জাসা করেন লক্ষীর ভান্ডারের যে টাকা বেড়ে গেছে তা কবের থেকে পাবেন।