ওবিসি-মামলা মিটে গেলেই লক্ষ লক্ষ চাকরি রাজ্যের একাধিক খাতে, মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করলেন রাজ্য বিধানসভায়
বেস্ট কলকাতা নিউজ : ওবিসি, অন্যান্য অনগ্রসর শ্রেণি বিষয়ে ইতিমধ্যেই দেশের সর্বোচ্চ আদালতে রাজ্য জানিয়েছে, রাজ্যে নতুন করে ওবিসি সংরক্ষণ বিষয়ে সমীক্ষা শুরু হয়েছে। অর্থাৎ খতিয়ে দেখা হচ্ছে, কারা কারা এই সংশাপত্র পাওয়ার যোগ্য। কারণ, এর আগেই অভিযোগ উঠেছিল, নির্দিষ্ট নিয়ম মেনে ওবিসি শংসাপত্র তৈরি হয়নি। হাইকোর্টে মামলা দায়ের হলে, আদালত ২০১০-এর পর তৈরি হওয়া ওবিসি শংসাপত্র বাতিল করে, ফলে এক ধাক্কায় কয়েক লক্ষ শংসাপত্র বাতিল হয়েছে। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েছে রাজ্য সরকার দেশের শীর্ষ আদালতেও গিয়েছে ইতিমধ্যেই। এর মাঝেই ওবিসি সংরক্ষণ নিয়ে নতুন করে সমীক্ষা শুরু করেছে, মঙ্গলবার শীর্ষ আদালতে তেমনটাই জানায় রাজ্য সরকার। রাজ্যের আইনজীবীর আর্জিতে শীর্ষ আদালত এই সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে দিয়েছে তিনমাস। জুলাই মাসে হতে চলেছে পরবর্তী শুনানি।

অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রীর কথায় উঠে এল সুপ্রিম কোর্ট প্রসঙ্গ, তিনি জানান সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের কথা এবং একই বিষয়ের রেশ ধরে বিধানসভায় বড় ঘোষণা করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বিধানসভায় স্বাস্থ্য দপ্তরের বাজেটে রাজ্যর মুখ্যমন্ত্রী বলেন, শীর্ষ আদালত ওবিসি নিয়ে পর্যবেক্ষণ দিয়েছে। এই সমস্যা মিটে গেলেই রাজ্যের একাধিক খাতে দুই থেকে তিন লক্ষ নিয়োগ হবে। শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ, বিভিন্ন খাতে নিয়োগ আটকে রয়েছে যেখানে, এই সমস্যা মিটে গেলেই, সেসব খাতে নিয়োগ হবে বলে এদিন জানান তিনি।