কত টাকা উদ্ধার হল অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে ? একবার দেখেনিন
বেস্ট কলকাতা নিউজ : এ যেন টাকার পাহাড়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদেরও চোখ ছানাবড়া । পাহাড় প্রমাণ দূর্নীতি। শুক্রবারের হরিদেবপুরের অ্যাকশন রিপ্লে দেখা গেলো বুধবারের বেলঘরিয়ায়। এই বাংলার শহরতলিতেই ফের কুবেরের ধন মিললো টানা ঘণ্টা পনেরোর খানাতল্লাসিতে । নগদে বাজেয়াপ্ত হয়েছে ৩০ কোটিরও বেশি টাকা । সঙ্গে রয়েছে সোনার বাট, রুপোর কয়েন। রাশি রাশি হিরে জরয়াত গয়না। অপার সম্পত্তির এক নতুন দিশা। হিমশিম ইডিও । গোটা রাজ্যের চোখ কপালে উঠেছে।
ইডি হিমশিম খাচ্ছে হেভিওয়েট মন্ত্রী, তাঁর বান্ধবীর নামে বেনামে সম্পত্তির কুলকিনারা খুঁজতে গিয়ে । ফি-রোজ সামনে আসছে অর্পিতা-পার্থর নতুন নতুন বাড়ি বাংলো ফ্ল্যাটের হদিশ। গত শুক্রবার কলকাতা জেলার চোদ্দো জায়গায় অভিযানের পর কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা বুধবার ফের অভিযানে নামেন। আর তাতেই আবার হদিশ মিললো যখের ধনের । সকাল দশটা থেকে রাত আড়াইটে। শহর শহরতলির ৬ জায়গায় হানা দিয়ে ফের তদন্তকারীদের চক্ষু ছানা বড়া। ইডি-র আরেক দলের গন্তব্য ছিল বেলঘরিয়া। তদন্তকারীরা অর্পিতার পৈত্রিক বাড়িতে পৌঁছে যান । সেখান থেকে ইডি-র আরেক টিম বেলঘরিয়া ক্লাব টাউনে পৌঁছে যায় । সেখানে অর্পিতার দুটি ফ্ল্যাট রয়েছে। একসঙ্গে দুটিতেই হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারীরা।
ইডি সূত্রে খবর, অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে দু-তিনবার এসেছেন পার্থ। সময়ও কাটিয়েছেন মিনিট পনেরো থেকে আধঘণ্টা করে । সেই সূত্রেই অভিযান। চক্ষু চড়কগাছ ব্লক ফাইভেএ দুটি ফ্লাটের তালা ভাঙতেই। এ যেন ঠিক হরিদেবপুরের অ্যাকশন রিপ্লে। রাশি রাশি নগদ টাকা সেলোটেপে মোড়া । খবর যায় আরবিআই-এ। চারটি মেশিন এনেও টাকা গুনতে ব্যাঙ্কের আধিকারিকরা হিমশিম খান। প্রায় রাত শেষ হয়ে যায় দুহাজার পাঁচশোর নোট গুনতে গুনতে। নগদে ২৮ কোটিরও বেশি মেলে রাত আড়াইটে পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী। সঙ্গে রয়েছে তিন কেজি সোনার বাঁট, ১ কোটিরও বেশি গয়না রাশি রাশি রুপোর কয়েন।