শিলিগুড়িতে সমাজসেবা করেও প্রচার চান না তাপস আচার্য

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়িতে সমাজসেবা করেও প্রচারবিমুখ তাপস আচার্যি।তিনি শুধুমাত্র জানেন মানুষের মুখে হাসি ফোটাতে। আর উপকার করতে পারলেই তার মুখে হাসি ফোটে। তিনি জানান আমি মিথ্যে বলি না,কারো অনিষ্ঠ করি না, যা উপার্জন করি পরিবারের প্রয়োজন এবং মানুষের প্রয়োজনে খরচ করি। তিনি জানালেন আমি আজকের থেকে না কুড়ি বছরের বেশী সময় ধরেই মানুষের উপকার করে চলেছি। কার কি লাগবে সেটা আমার কানে আসলেই আমি দৌড়াতে চেষ্টা করি। আমি জানি উপকার করতে, আর কিছুই চাই না। এটা আমার জন্মগত নেশা। তাপস আচার্যি আরো জানান আমি কারো উপকার করতে গিয়ে তাকে অসন্মান করতে চাই না। কার কি দরকার সেটা হয়ত বুঝতে পারি না, কিন্তুু চেষ্টা করি সেই অভাব মিটিয়ে দিতে। পাড়ার লোকজনও তাকে একজন সমাজসেবী বলেই চেনেন। তাদের ভাষায় তাপস আচার্যিকে বললেই সেই কাজের সমাধান হয়ে যায়। যিনি ভাইফোটা দেন তিনি মানুষের পিছনেও দৌড়ান।তিনি আরো জানান দরকার হলে রাত তিনটের সময় আমি দৌড়াই। কারো দরকার হলে যদি আমার সামর্থ থাকে আমি চেষ্টা করব সেই অভাবী মানুষের প্রয়োজন মেটাতে। এই কাজের মধ্যে দিয়েই আমি ভগবানের সেবা করি। কারন আমি মনে করি মানুষের মধ্যেই ভগবান আছেন। মানুষের সেবা করলেই ভগবানকে পাওয়া যায়। দিনরাত ফোন আসলেই দৌড়ান তাপসবাবু। তাই তো তিনি পাড়াতে সবার কাছে প্রিয়। ভালোবাসার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *