কনকনে ঠান্ডার কবলে পড়ে সুনসান শহর শিলিগুড়ি, গৃহবন্দী সাধারণ মানুষ
শিলিগুড়ি : শিলিগুড়ি এখন কনকনে ঠান্ডার কবলে। প্রচন্ড ঠান্ডার কারণে বাড়ি থেকে বের হতে সাহস পাচ্ছেন না কেউ। একরকম গৃহবন্দী শহরের সাধারণ মানুষ জন । এদিকে প্রচন্ড ঠান্ডার জন্য অনেকেরই কাজ করতে অনেক দেরিও হয়ে যাচ্ছে। গোটা শিলিগুড়ি শহর ঠান্ডার মধ্যে একেবারে মূলত যুবু থুঁবু হয়ে আছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ঠান্ডা আরো বাড়বে। শুধু শিলিগুড়ি নয় গোটা উত্তরবঙ্গ জুড়েই চলছে তীব্র শীতের দাপট। এমনকি কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতেও ঠান্ডা ক্রমশ বেড়েই চলেছে। শিলিগুড়িতে বেশ কয়েকদিন ধরে একেবারেই কোনো দেখা নেই সূর্যের।


