কমিশন মিলছে না এপ্রিল মাস থেকেই , রেশন ডিলাররা চিঠি দিলো মুখ্যমন্ত্রীকে
বেস্ট কলকাতা নিউজ : রেশন ডিলাররা রেশন বন্টনের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন গত ৭ মাস ধরে কোনও কমিশন না মেলায়। তাঁরা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংককেও দায়ী করেছেন কমিশন না পাওয়ার জন্যও। কেন্দ্র ও রাজ্য দুই সরকারই বিনামূল্যে রেশন বিলির কথা ঘোষণা করেছিল এপ্রিল মাসে লকডাউনের সময় থেকেই। রাজ্যের রেশন দোকান গুলিতে বিনামূল্যেই রেশন দেওয়ার কাজও শুরু হয় সেই মতো যা চলছে এখনও। এমনকি মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো তা চলবে আগামী বছরের জুন মাস পর্যন্ত। কিন্তু কমিশন হিসাবে আইনত ৮৭ টাকা করে প্রতি কুইন্ট্যালে পাওয়া উচিত রেশন ডিলারদের। এই রাজ্যে যদিও তা মিলছে মাত্র ৭০ টাকা। সেই টাকাটা তাঁরা আর পাচ্ছেন না এপ্রিল মাস থেকেও । মুখ্যমন্ত্রীর দফতরে তাঁরা চিঠি পাঠালেন সেই অভিযোগ জানিয়ে।
এদিকে ডিলারদের সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশন নালিশ জানিয়েছে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছেও। তাদের আরও বক্তব্য, খাদ্য দফতর তাদের কমিশন বাবদ নির্দিষ্ট পরিমান টাকা ব্যাংকে জমা করে দিয়েছে যথা সময়েই।এমনকি ব্যাংক তুলেও নিয়েছে সেই টাকা। কিন্তু অভিযোগ উঠেছে তার একাংশও তারা ডিলারদের দেয়নি বলেই।