করোনার টিকা মিলতে পারে খোলা বাজারের ওষুধের দোকানেও , বিশেষজ্ঞ কমিটির সুপারিশ স্বাস্থ্যমন্ত্রককে
বেস্ট কলকাতা নিউজ : করোনার সংক্রমণজনিত মৃত্যু রাজ্যে ফের ঊর্ধ্বমুখী। দৈনিক আক্রান্তর সংখ্যাও ১১ হাজার পার। মৃত্যু বেড়ে ৩৮। তবে শুধু কলকাতাতেই নয় করোনার ভয়ঙ্কর তান্ডব চলছে সারা রাজ্য জুড়ে। কখনো কমছে তো কখনো আবার বাড়ছে। এ নিয়ে বেশ চিন্তিত এমনকি প্রশাসনও। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে বিশেষজ্ঞ কমিটি যে পরামর্শ দিয়েছে অবশ্যই তা একটা খুশির খবর। বিশেষজ্ঞ কমিটি থেকে বলা হচ্ছে, এবার থেকে করোনার ভ্যাকসিন কোভিশিল্ড, কোভ্যাকসিন মিলতে পারে খোলা বাজারে ওষুধের দোকানেও। বিশেষজ্ঞ কমিটি এই সুপারিশ যদি সত্যিই বাস্তবায়িত হয় তাহলে অনেক সুবিধা হবে সাধারণ মানুষের ক্ষেত্রে। তবে এখন দেখার বিষয় বিশেষজ্ঞ কমিটির এই প্রস্তাব কতটা বাস্তবায়িত হয় সেটাই।