করোনার নতুন প্রজাতির হানা এ রাজ্যেও, চরম দুচিন্তায় চিকিৎসক মহল
বেস্ট কলকাতা নিউজ : বিধানসভা নির্বাচন চলছে এ রাজ্যে। এরই মধ্যে রাজ্যে তো বটেই করোনা সংক্রমণ বাড়ছে এমনকি সারা দেশ জুড়েই। চিকিৎসকরা বলছেন, এরই মধ্যে পশ্চিমবঙ্গ সহ ভারতের ১০টি রাজ্যে সংক্রমিত হয়েছে করোনার নতুন একটি প্রজাতির (ডাবল মিউট্যান্ট স্ট্রেন) মাধ্যমে। এই দশটি রাজ্যের তালিকায় আছে মহারাষ্ট্র, দিল্লি, গুজরাত, কর্নাটক, মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলির নাম । যদিও, করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ ছড়িয়ে পড়ার পিছনে এই প্রজাতি শুধুমাত্র কাজ করেছ, চিকিৎসকরা এমনটা নিশ্চিত করে বলতে পারছেন না।
ডাবল মিউট্যান্ট স্ট্রেন আসলে সংমিশ্রণ দুটি প্রজাতির করোনা ভাইরাসের। সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে, দিল্লিতে যৌথ ভাবে সংক্রমণ ছড়াচ্ছে ব্রিটেনের করোনা প্রজাতি ও এই জাতীয় করোনা প্রজাতি। পঞ্জাবে করোনার নতুন ঢেউয়ে যাঁরা আক্রান্ত হয়েছেন, ব্রিটেনের করোনা স্ট্রেন পাওয়া গিয়েছে তাঁদের ৮০ শতাংশের শরীরে। কিন্তু বিপুল পরিমাণে নতুন প্রজাতির অর্থাৎ ডাবল মিউট্যান্ট স্ট্রেন করোনা ভাইরাসের সংক্রমণ দেখা যাচ্ছে মহারাষ্ট্রে। হিসাব অনুসারে, ৬০ শতাংশ আক্রান্তই সংক্রমিত হয়েছেন দুই ভাইরাসের প্রজাতি থেকে তৈরি তৃতীয় ভাইরাসের দ্বারা ।