করোনা আতঙ্কের প্রভাব কলকাতার যৌনপল্লীতে
বেস্ট কলকাতা ডিজিটাল ডেস্ক : যৌনপল্লীর পতিতারা কেউ স্বভাবে অথবা কেউ অভাবের তাড়নায় পতিতাবৃত্তি করে থাকেন। কলকাতার সোনাগাছি, বৌবাজার, কালীঘাট, খিদিরপুর সমস্ত পতিতালয় গুলি আজ ফাঁকা। গোটা ভারতের এবং এশিয়ার বৃহত্তম পতিতালয় সোনাগাছিতে যেখানে গড়ে প্রায় ৩০ থেকে ৪০ জন পুরুষের সমাগম ঘটত, আজ সেখানে ফাঁকা, একটি মানুষও নেই।
যারা এদেরকে খারাপ চোখে দেখেন তারা একবারও ভেবেছেন এই মানুষ গুলোর কি অবস্থা! এরাও তো পেটের টানে এই সমস্ত কাজ করতে বাধ্য হয়। এদেরকে যারা কুনজরে দেখেন তাদের অনেকেই তথাকথিত শিক্ষিত সমাজের মানুষ। ছোটবেলায় বাবা মা হয়তো অভাবের তাড়নায় কাউকে বিক্রি করে দিয়েছিল, তারপরে হাত ফিরতে ফিরতে তার জায়গা হয়েছে এই জায়গায়। শুধু ভারতবর্ষ নয়, গোটা বিশ্বজুড়ে যৌনপল্লীগুলি আজ সংকটে রয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচার একমাত্র ওষুধ হলো সামাজিক দূরত্ব বজায় রাখা। সেই কারনে যৌনপল্লী গুলির ওপরে বিশেষ করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধুমাত্র যৌনকর্মীরা নয় , আতান্তরে পড়েছেন রূপান্তরকামী মানুষগুলো।