করোনা পরিস্থিতি: খাদ্যভবনে আজ জরুরি বৈঠক হতে চলেছে রেশন বন্টন স্বাভাবিক রাখতে
বেস্ট কলকাতা নিউজ : করোনা আতঙ্কের পরিস্থিতিতে খাদ্য দফতর শুক্রবার খাদ্যভবনে উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে চলেছে রাজ্যে রেশন সামগ্রীর বণ্টন স্বাভাবিক রাখতে। কোন জেলায় কত পরিমাণ খাদ্য সামগ্রী মজুত রয়েছে অফিসারদের থেকে তার তালিকা নেওয়া হবে বলেও খাদ্য দফতর সূত্রের খবর।প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকার ভর্তুকিতে চাল ও গম দেয় রাজ্যের প্রায় ৯ কোটি ১৫ লক্ষ মানুষকে। করোনা বিপর্যয়ের জেরে বিভিন্ন জেলার রেশন দোকানে খাদ্য সামগ্রী বিলি যাতে কোনো ভাবে বন্ধ না হয়, তাই নিশ্চিত করতে চাইছে রাজ্য খাদ্য দফতর।
সেকারণে দফতরের আধিকারিকদের পাশাপাশি বৈঠকে ডাকা হয়েছে এসেনসিয়াল কমোডিটি সাপ্লাই কর্পোরেশন ও স্টেট ওয়ার হাউসিং কর্পোরেশনের আধিকারিকদেরও। এই দুই দফতরের আধিকারিকদের থেকে নেওয়া হবে কোন জেলায় কত পরিমাণ খাদ্য সামগ্রী মজুত রয়েছে তার তালিকাও।খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রাজ্যের সর্বত্র খাদ্যসামগ্রীর পর্যাপ্ত জোগান রয়েছে বলেও বৃহস্পতিবার আশ্বস্ত করেছেন ।শুধু চাল বা গমের জোগান স্বাভাবিক রাখাই নয়, রেশন নেওয়ার লাইন থেকে করোনা ভাইরাস যাতে না ছড়ায় খাদ্য দফতর সতর্ক থাকতে চাইছে সেই বিষয়ে।