করোনা মিলল জ্বরে আক্রান্ত শিশুর শরীরে , চিন্তা ক্রমশ বাড়ছে জলপাইগুড়িতে
বেস্ট কলকাতা নিউজ : অজানা জ্বরে একরকম কাবু উত্তরবঙ্গ। শিশুদের মৃত্যু ঘটছে জ্বরে আক্রান্ত হয়ে। এদিকে আশঙ্কাও ক্রমশ বাড়ছে জ্বরের কারণ ধরতে না পারায়। তবে এবার করোনা ভাইরাস মিলল জ্বরে আক্রান্ত জলপাইগুড়ির এক শিশুর শরীরে। বাংলায় কি তবে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ল ? জলপাইগুড়ির ঘটনা সেই প্রশ্নকেই যেন ফের উস্কে দিল।
এদিকে হাসপাতাল সূত্রে খবর, বছর আটেকের শিশুটি ভর্তি হয়েছিল জ্বর শ্বাসকষ্ট নিয়ে। তারপর তার শরীরে করোনা ধরা পড়ে পরীক্ষা করতেই। শিশুর সঙ্গে করোনা সংক্রমণ ধরা পড়েছে তার মায়ের শরীরেও। তাই মা ও শিশু উভয়কেই জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের রাত্রি নিবাস বিশেষ বিভাগে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু। তবে খতিয়ে দেখা হচ্ছে মায়ের থেকেই শিশুর শরীরে ভাইরাস সংক্রমিত হয়েছে কিনা সেই বিষয়।