করোনা সংক্রমণের জের, সপ্তাহে দু’দিন দোকান-বাজার বন্ধ থাকবে ব্যারাকপুরে
বেস্ট কলকাতা নিউজ : ক্রমশ ঊর্ধ্বমুখী এ রাজ্যে করোনার গ্রাফ । এমনকি রাজ্যে বিধিনিষেধ পর্ব চলছে সংক্রমণ আটকাতে। এদিকে নিজ নিজ এলাকায় সংক্রমণ রুখতে বাজারহাট, দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিচ্ছে বিভিন্ন পুরসভাও। ইতিমধ্যেই প্রশাসন সোমবার এবং বৃহস্পতিবার সমস্ত বাজারহাট দোকান বন্ধ রাখার কথা ঘোষণা করেছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে আটটি পুর এলাকায়।
সেইমতোই আজ সোমবার থেকেই বাজারহাট এবং দোকানপাট বন্ধ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সমস্ত পুর এলাকায় । চালু রয়েছে শুধুমাত্র জরুরি এবং অত্যাবশ্যকীয় পরিষেবা। রাজ্যে করোনা সংক্রমণে শীর্ষে কলকাতা। দ্বিতীয় স্থানেই রয়েছে উত্তর ২৪ পরগনা। রাজ্যে গত ২৪ ঘণ্টায় সংক্রমণ কিছুটা কমলেও বেড়েছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৩৬ জনের। যা নিয়ে প্রশাসন যথেষ্ঠই উদ্বেগে রয়েছে।এরই মাঝে এদিন বীজপুরে তৃণমূল কংগ্রেস মাস্ক বিতরণ করে পথচলতি মানুষদের। করোনা নিয়ে সচেতনতার বার্তা দিতে তৃণমূল কর্মীরাও সাধারণ মানুষকে সতর্ক করে প্রচার চালান।