কলকাতা বিমানবন্দরের কাজে ক্রমশ গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে হিন্দি ভাষার , শুরু হল তুমুল বিতর্ক
বেস্ট কলকাতা নিউজ : ভিন রাজ্যে বাংলাভাষীদের হেনস্তার প্রতিবাদে একুশের সভা থেকে এদিন কেন্দ্রকে জোর নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কড়া বক্তৃতার কয়েকঘণ্টার মধ্যেই কলকাতা বিমানবন্দরের অফিসিয়াল ভাষা হিসেবে ‘হিন্দি’কে স্বীকৃতি দিল বিমানবন্দর কর্তৃপক্ষ। অর্থাৎ কাজের ক্ষেত্রে এই ভাষার গুরুত্ব বৃদ্ধি করা হয়েছে। এই মর্মে একটি বিবৃতি জারি করে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।

তারপরই বাংলার বিমানবন্দরের অফিসিয়াল ভাষা ‘হিন্দি’ কেন হবে? তা নিয়ে এদিন ব্যাপক শোরগোল পড়ে আম জনতা থেকে রাজনৈতিক মহলে। কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, কলকাতা সহ পূর্বাঞ্চলীয় সবকটি বিমানবন্দরের জন্য অফিসিয়াল ভাষা হিসেবে ‘হিন্দি’কে স্বীকৃতি দেওয়া হল। এই উদ্দেশে এদিন বিমানবন্দর চত্বরে পরিদর্শন করেন বিমানবন্দরের উচ্চপদস্থ কর্তারা। এই বিবৃতি প্রকাশ্যে আসার পরই নানা মহলে এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।