কলকাতা বিমানবন্দরে বিশেষ গাড়ির ব্যবস্থা করা হল আপদকালীন পরিস্থিতির মোকাবিলা ও দুর্ঘটনা রুখতে
বেস্ট কলকাতা নিউজ : কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ নড়েচড়ে বসলো কেরলের কোঝিকোড়ে বিমানবন্দরে ভয়াবহ বিমান দুর্ঘটনার পরই৷ বিশেষ গাড়ি নিয়ে আসা হয়েছে আপদকালীন পরিস্থিতি মোকাবিলা ও দুর্ঘটনা এড়াতে৷ যার নাম ‘মোবাইল কমান্ড পোস্ট’৷ প্রযুক্তি নির্ভর এই বিশেষ গাড়ি সমন্বয় রেখে কাজ করতে পারবে আপদকালীন পরিস্থিতির মধ্যেও৷ জানা গিয়েছে এর মাধ্যমে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে এনএসসিবিআই থানা, দমকল, বিপর্যয় মোকাবিলা দল একসঙ্গে যোগাযোগ রেখে কাজ করতে পারবে বলেও৷
বিমানবন্দর সূত্রে খবর, এই গাড়িতে থাকবে অত্যাধুনিক ক্যামেরা, মনিটর, বাইনোকুলার, ব্লুটুথ, ওয়াকিটকি, স্ট্রেচার৷ এমনকি গাড়িতে থাকবে ৪ ঘণ্টা বিদ্যুৎ সাপ্লাই করার মত জেনারেটরও৷ এমনকি গাড়িতে বসেই নাকি ৮ জন কর্মকর্তা বৈঠক সারতে পারবেন এবং তারা যাবতীয় নির্দেশ দিতে পারবেন সেখান থেকেই৷ কেরলের কোঝিকোড়ে বিমানবন্দরে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর দেখা গিয়েছে পাঁচ মিনিট সময় লেগেছিল সমন্বয় তৈরি করতেই৷