কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দ্বারস্থ হলেন দেশের প্রধান বিচারপতির কাছে
বেস্ট কলকাতা নিউজ : বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন রাজ্যের শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় । আর ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দেয় সেই নির্দেশে। এবার এই মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় দাবি করলেন দেশের প্রধান বিচারপতির হস্তক্ষেপ । ‘কাদের সুবিধা পাইয়ে দিতে ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের হাত বেঁধে দিচ্ছে?’ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় লিখিতভাবে প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টে।কার্যত তিনি এক নজিরবিহীন মন্তব্য করেছেন। এর আগে শুনানি চলাকালীন কলকাতা হাইকোর্টের কোনও বিচারপতিকে এ ভাবে মন্তব্য করতে শোনা যায়নি ডিভিশন বেঞ্চের বিরুদ্ধে।
উল্লেখ্য সম্প্রতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন স্কুল সার্ভিস কমিশনের একাধিক মামলায়। এ ছাড়া তিনি এসএসসি-র উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহার সম্পত্তির হিসেবও চেয়েছিলেন। বুধবার ছিল সেই মামলার শুনানি। আর শুনানি চলাকালীন বিচারপতি এই প্রশ্ন তোলেন। গত মাস দুয়েকের মধ্যে স্থগিতাদেশ দেওয়া হয়েছে নিয়োগ দুর্নীতিতে তাঁর দেওয়া চারটি সিবিআই অনুসন্ধানের নির্দেশেও।