কলকাতা হাইকোর্টে খারিজ হল অনুপ মাঝির জামিনের আর্জি
বেস্ট কলকাতা নিউজ : কয়লাপাচার কাণ্ডের পান্ডা অনুপ মাঝি কোনো স্বস্তি পেলেন না কলকাতা হাইকোর্টে জামিনের জন্য আবেদন করেও৷ এমনকি অনুপের আইনজীবী আদালতের দ্বারস্থ হয়েছিলেন যাতে তাঁকে এখনই গ্রেপ্তার না করা হয়, সেই আবদন জানিয়ে৷ বুধবার সেই আবেদনই খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ৷
কয়লা পাচার কাণ্ডে মূলত গত বুধবারই শুনানি শেষ হল অনুপ মাঝি ওরফে লালার এফআইআর খারিজ সংক্রান্ত মামলায় সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে সিবিআইয়ের দায়ের করা আপিল মামলার। শুনানি শেষে এই মামলার রায়দান আপাতত স্থগিত রেখেছে বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চ। তবে দুই বিচারপতি জানিয়েছেন খুব শীঘ্রই রায় ঘোষণা করা হবে বলেও৷
প্রসঙ্গত গত বুধবারই অনুপ মাঝির তরফে আদালতে আবেদন জানানো হয় মামলার শুনানিতে, সিবিআই যাতে তাঁকে আপাতত গ্রেপ্তার না করতে পারে আদালত তারজন্য অন্তর্বর্তীকালীন সুরক্ষার নির্দেশ দিক। কিন্তু ডিভিশন বেঞ্চ খারিজ করে দেয় সেই আবেদন। আদালত আরও জানিয়েছে যাতে এই মামলার রায়দান দ্রুত করা হয়, সেই চেষ্টাই করা হচ্ছে৷