কলকাতা-হিথ্রো বিমান পরিষেবা ফের চালু হতে চলেছে এক দশক পর
বেস্ট কলকাতা নিউজ : দমদম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের হিথরো বিমানবন্দরের উদ্দেশ্যে বিমান ফের চলাচল করবে প্রায় এক দশক পর। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে সপ্তাহে দু’দিন করে এই বিমান পরিষেবা চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে। দমদম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরোপের ওই শহরে বিমান পরিষেবা মিলত এমনকি বছর দশেক আগেও। কিন্তু কিন্তু তা বন্ধ হয়ে যায় পরবর্তী সময়ে। আবার ফিরতে চলেছে সেই পুরনো পরিষেবাই।
প্রাথমিকভাবে পরিকল্পনা করা হয়েছে সপ্তাহে দু’দিন এই রুটে বিমান চলাচল করবে বলে। কলকাতা থেকে হিথরো বিমানবন্দরে বিমান যাবে বৃহস্পতিবার এবং শনিবার করে। আবার এদিকে সিদ্ধান্ত হচ্ছে বুধবার ও শনিবার হিথরো থেকে দুটি বিমান কলকাতা বিমান বন্দরে আসবে বলেও। তবে সরকারি সবুজ সংকেত পাওয়া গেলেই দমদম থেকে হিথরোর উদ্দেশে যাত্রীবাহী বিমান উড়বে চলতি মাসের ১৭ সেপ্টেম্বর।বিমানবন্দর কর্তৃপক্ষের আশা, এয়ার ইন্ডিয়ার উদ্যোগে কলকাতা-লন্ডন বিমান পরিষেবা চালু হলে, দ্রুত আয়ের পথ মসৃণ হবে অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠে।