কলেজগুলির সুরক্ষায় লালবাজারের একগুচ্ছ পদক্ষেপ কসবা-কাণ্ডের পর , এমনকি জারি হল নির্দেশিকাও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কসবার কলেজে ছাত্রীকে গণধর্ষণ কাণ্ড থেকে শিক্ষা । এবার কলকাতা পুলিশের অধীনস্ত প্রতিটি থানায় নিয়মকানুনে আনা হচ্ছে কিছু পরিবর্তন । প্রতিটি কলেজে সুরক্ষা ব্যবস্থা আরও আঁটোসাটো করতে ইতিমধ্যেই একটি নির্দেশিকা প্রতিটি থানায় পাঠিয়েছেন কলকাতা পুলিশের নগরপাল মনোজকুমার ভার্মা ।

কী সেই নির্দেশিকা ? সংশ্লিষ্ট নির্দেশিকায় রয়েছে কিছু নতুন পদক্ষেপের কথা । কসবায় যে কলেজে এই কাণ্ড ঘটেছে, অর্থাৎ দক্ষিণ কলকাতা আইন কলেজ, সেটি কসবা থানার আওতাধীন । ঠিক তেমনই শুধু আইন কলেজই শুধু নয়, বিভিন্ন কলেজ যে সকল থানার আওতাধীন, সেই সকল থানাকে পালন করতে হবে কিছু নয়া দায়িত্ব । লালবাজার সূত্রে খবর, বলা হয়েছে, এবার থেকে কলেজে যে সকল নিরাপত্তা রক্ষীরা থাকবেন, তাঁদের ঠিকুজি কুষ্ঠী জানাতে হবে স্থানীয় থানাকে । এই বিষয়টি তদারকির দায়িত্বে থাকবেন প্রতিটি থানায় একজন করে সাব-ইনস্পেকটর । এছাড়াও কলেজের নির্দিষ্ট সময়সীমার পর সেখানে কারা কারা থেকে যাচ্ছেন, পাশাপাশি তাঁরা সেখানে কেন থাকছেন, তা জানতে হবে সংশ্লিষ্ট থানার পুলিশকে ।

সবসময় কলেজের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রেখে চলতে হবে স্থানীয় থানার পুলিশ আধিকারিকদের । কোনও সমস্যা হলে তা স্থানীয় থানায় জানাতে হবে । বিষয়টি থানায় জানানোর পর পদক্ষেপ করতে হবে ওসি কিংবা যে আধিকারিক দায়িত্বে আছেন তাঁকে । পরিস্থিতি বড় বা গুরুতর হলে, তা স্থানীয় ডিভিশনের ডিসির থেকে সঙ্গে সঙ্গে জানবে লালবাজার । পাশাপাশি নির্দেশিকায় আরও বলা হয়েছে যে, মাসে একবার স্থানীয় থানার আধিকারিকরা নিজ নিজ এলাকার কলেজে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলবেন । কী কী সমস্যা আছে তা জানার চেষ্টা করবেন ।

পাশাপাশি প্রয়োজন পড়লে সংশ্লিষ্ট কলেজ পড়ুয়াদের সঙ্গেও কথা বলবেন স্থানীয় থানার আধিকারিকরা । পড়ুয়াদের জানানো হবে যে, কোনও প্রকারের অপরাধের ঘটনা ঘটনার আগে কী কী ভাবে সাবধানতা অবলম্বন করা যায়, পুলিশকে জানালে তারা কী কী পদক্ষেপ করতে পারে, কোন অপরাধে কী প্রকারের শাস্তি হতে পারে । এই সকল বিষয় আধিকারিকরা পড়ুয়াদের সচেতন করবেন । গত ২৫ জুন কসবা থানার আওতাধীন কলেজে এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনা ঘটে । সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রথমে ওই নির্যাতিতার যাবতীয় মেডিক্যাল পরীক্ষা করায় । পাশাপাশি এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে সংশ্লিষ্ট কলেজের এক প্রাক্তন ছাত্র-সহ মোট তিনজন ছাত্র ও এক নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *