কলেজে নিয়োগের দাবীতে চাকুরিপ্রার্থীরা ডেপুটেশন দিল উচ্চশিক্ষা দফতরে
বেস্ট কলকাতা নিউজ : চাকুরিপ্রার্থীরা উচ্চশিক্ষা দফতরে ইতিমধ্যেই ডেপুটেশন জমা দিয়েছেন রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে নিয়োগের দাবীতে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দফতরে এই নিয়ে তৃতীয় বার ডেপুটেশন জমা দেওয়া হল বলে জানিয়েছেন ২০১৮ সিএসসি প্যানেলভুক্ত প্রার্থীরা।
চাকুরিপ্রাথীরা অভিযোগ করেছেন, ‘ প্রায় ৪০০ জন কলেজে নিয়োগ পাননি মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও। অনেকেই অপেক্ষামান ২০১৯ সালে ইন্টারভিউ দেওয়ার পরেও। ফর্ম ফিলাপ করেও এমনকি কয়েকটি বিষয়ে ভাইভা হয়নি। কমিশন আবার নতুন করে ফর্ম ফিলাপের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে পুরো নিয়োগ প্রক্রিয়া সুসম্পন্ন না করেই।’ চাকুরিপ্রাথীদের একজন সেখ আবদুল হামিদ এও দাবী করেন, ‘এই মুহূর্তে প্রায় ত্রিশ হাজার পশ্চিমবঙ্গের ৪৫২ টি সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে পূর্ণসময়ের স্থায়ী অধ্যাপকের শূন্য পদের সংখ্যা। তারপরও যোগ্য প্রার্থীদের কোনও নিয়োগ দেওয়া হচ্ছে না মেধা তালিকা থেকে।’
তিনি আরও জানান, ‘রাজ্যের একাধিক কলেজে ‘ফিল্ম স্টাডিজ’ বিষয় হিসাবে পড়ানো হলেও মাত্র একজনকে নিয়োগ দেওয়া হয়েছে ২০১৮ সালের মেধাতালিকা থেকে। বহু কলেজে যেখানে কোনও স্থায়ী অধ্যাপক নেই এই বিষয়ে। নিয়োগ পাননি এমনকি মেধাতালিকাভুক্ত দ্বিতীয়জনও। আবার ২০২০ সালের নতুন বিজ্ঞপ্তিতে বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে এরইমাঝে। ফলে স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠতে শুরু করেছে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং শিক্ষা দফতরের সদিচ্ছা নিয়েও।’