কাশ্মীরে বাংলার ৫ শ্রমিক আটকে রয়েছে জাতীয় সড়কের নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে
বেস্ট কলকাতা নিউজ : পশ্চিমবঙ্গের ৫ বাসিন্দাসহ ১০ জন আটকে পড়েছেন জম্মু-কাশ্মীরে এক ভয়াবহ সুড়ঙ্গ ধসে। এমনকি উদ্ধারকার্য চলছে বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনা পর থেকেই । তবে জানা গিয়েছে, কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হলেও বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ এখনও যাঁরা আটকে রয়েছেন, তাঁদের ।
বহুদিন ধরেই মূলত চলছে নির্মীয়মাণ চার লেনের জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের সুড়ঙ্গ খোঁড়ার কাজ। দুর্ঘটনাটি ঘটেছে রামবন জেলার খুনি নালা এলাকায়। এদিকে শুক্রবার সকালে জম্মু-কাশ্মীরের বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, জীবিত থাকার সম্ভাবনা খুব কম সুড়ঙ্গে আটকে পড়া ব্যক্তিদের । তাড়াতাড়ি সরানো সম্ভব নয় চারদিকে ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষ। উদ্ধারকার্যে সেনা নামানো হয়েছে। এখনও পর্যন্ত হাসপাতালে পাঠানো হয়েছে ৪-৫ জনকে উদ্ধার করে ।
উদ্ধারকাজে তদারকি করছেন রামবনের ডেপুটি কমিশনার মাস্সারাতুল ইসলাম এবং পুলিস সুপার মোহিত শর্মা। এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাত সওয়া ১০টা নাগাদ ভেঙে পড়ে ৩ নম্বর সুড়ঙ্গের একাংশ। তখন তার মধ্যে ছিলেন প্রায় ১০-১২ জন।