কীভাবে চাকরি টেট ফেল করেও? নবান্নের সামনে ধুন্ধুমার পরিস্থিতি
বেস্ট কলকাতা নিউজ : এর আগে স্কুল সার্ভিস কমিশনের নাম জড়িয়েছে নিয়োগ দুর্নীতিতে । এবার একের পর এক দুর্নীতির তথ্য সামনে আসছে প্রাথমিক শিক্ষা পর্ষদের। তাঁরই রেশ ধরে খোদ মুখ্যমন্ত্রীর কার্যালয় নবান্নের সামনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি অনুযায়ী নিয়োগের দাবি নিয়ে বিক্ষোভকে কেন্দ্র করে।
বুধবার সকালে বিক্ষোভকারীরা শিক্ষকপদে নিয়োগের দাবিতে স্লোগান দিতে দিতে পৌঁছে গেলেন নবান্ন চত্বরে।পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে পুলিশ বাধা দিতে গেলে। রীতিমত পুলিশের সঙ্গে তাদের হাতাহাতি শুরু হয়ে যায়। পুলিশ বেশ কয়েকজনকে আটকও করে। টেট পাশ করেও চাকরি হচ্ছে না কেন? মূলত এই প্রশ্ন তুলেই চাকরি প্রার্থীরা এ দিন পথে নামেন। এ দিন তাদের কেউ কেউ রুটি হাতে অংশ নেয় আন্দোলনে। তাঁরা দাবি জানাতে থাকে, এই রুটিটুকু জোগানোর ব্যবস্থা যেন করে দেয় রাজ্য সরকার। এ দিন বিক্ষোভে সামিল হয়েছেন ২০১৪ সালের টেট উত্তীর্ণরাই।
বিক্ষোভকারী চাকরি প্রার্থীদের আরও দাবি, ‘২০২০-র ১১ নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এখন চাকরি হবে ১৬,৫০০ জন টেট উত্তীর্ণদের । বাকিদের নিয়োগ করা হবে ধাপে ধাপে । ২০২২ সাল হয়ে গেলেও চাকরি হয়নি এখনও। আমরা ৫০০ টাকা ভাতা চাইনা। আমরা আমাদের ন্যায্য চাকরি চাই। আমরা বঞ্চিত হচ্ছি। আমাদের অনেকের বয়স চলে যাচ্ছে, তা সত্ত্বেও সরকার কোনও ব্যবস্থা নিচ্ছে না। আমরা চাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের নিয়োগের ব্যবস্থা করা হোক।’