মমতা বন্দ্যোপাধ্যায়ের কুর্নিশ রেনুর লড়াইকে , রাজ্য সরকার ব্যবস্থা করবে কৃত্রিম হাতের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : গুনধর স্বামী ডান হাতের কব্জি কেটে নিয়েছিল নার্স হিসেবে সরকারি চাকরি পাওয়ার পর। এরপর সেই ঘটনা সংবাদ মাধ্যমে প্রকাশিত হতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ালেন তার পাশে। পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা এই রেণুু খাতুনের লড়াইকে কুর্নিশ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।পাশাপাশি এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, হাত না থাকলেও যাতে কাজের অসুবিধা না হয়, রেণু জন্য ব্যবস্থা করা হবে সেরকম কাজেরই। পাশাপাশি, রেণুর জন্য রাজ্য কৃত্রিম হাতেরও ব্যবস্থা করা হবে সরকারের পক্ষ থেকে।

রাজ্য যাবতীয় খরচও বহন করবে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে রেণুর চিকিত্‍সার । শুধু তাই নয়, প্রয়োজনে রাজ্য সরকার রেণুর আরও উন্নত চিকিত্‍সার ব্যবস্থাও করবে। এ দিন মুখ্যমন্ত্রী বলেন, ‘ও নার্সিং পরীক্ষায় বাইশতম স্থান দখল করেছিল। কিন্তু ওঁর পক্ষে নার্সের কাজ করা কঠিন হাত না থাকায়। তাই আমরা ওঁর জন্য এমন কাজের ব্যবস্থা করব যাতে ও সেই কাজ করতে পারে মুখে কথা বলেই । এ ছাড়াও আমরা ওঁর জন্য ব্যবস্থা করছি কৃত্রিম হাতের।’ মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন, স্বাস্থ্য সাথীর কার্ড থাকলেও তা গ্রহণ করা হয়নি দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে। কেন ওই হাসপাতালে স্বাস্থ্য সাথীর কার্ড নেওয়া হল না, তা খতিয়ে দেখার জন্য মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *