কুকুর মিথ্যা ধরতে বেশি পারদর্শী অন্যান্য প্রাণীর তুলনায়
বেস্ট কলকাতা নিউজ : কুকুরের নামডাক প্রায় সবারই জানা বিশ্বস্ত ও প্রভুভক্ত প্রাণী হিসেবে।একদল গবেষক সম্প্রতি বিভিন্ন প্রজাতির ২৬০টি কুকুরের গতিবিধি পর্যবেক্ষণ করে জানান, এই প্রাণীটি এগিয়ে আছে মানুষের মিথ্যা ও প্রতারণা ধরার ক্ষেত্রেও!ঠিক একই পর্যবেক্ষণ পাঁচ বছরের কম বয়সী মানবশিশু, বানর ও শিম্পাঞ্জির ওপরও করা হলে তাতে দেখা গেছে, মানুষের মিথ্যা কিংবা প্রতারণামূলক নির্দেশনার ক্ষেত্রেও কুকুর ভালোভাবে শনাক্ত করতে পারদর্শী মানবশিশু ও এসব প্রাণীর তুলনায় !
পর্যবেক্ষণটি ছিল এরকম : দুটি বাটি রাখা হয় প্রতিটি কুকুরের সামনে। খাবার রাখা ছিল এর একটির নিচে। পরে একজন মানুষ খাবারসহ বাটির প্রতি কুকুরকে নির্দেশ দিলে কুকুরটি বাটি পর্যবেক্ষণ করে, এরপর ওই বাটির কাছে যায় এবং খাবার খায়। এর পর খাবারসহ বাটি অদলবদল করে চলে যায় আরেকজন মানুষ এসে। প্রথমজন আগে যে বাটির নিচে খাবার ছিল, রয়ে যান সেখানেই এবং নির্দেশ দেন কুকুরকে সে বাটির দিকে আসতে । এ প্রক্রিয়ায় অংশ নেওয়া অর্ধেক কুকুর বুঝতে পারে উক্ত মিথ্যা নির্দেশনা । প্রভুভক্ত হলেও উপেক্ষা করে সেই নির্দেশনা। নিজের পর্যবেক্ষণ ক্ষমতা কাজে লাগিয়ে অর্ধেক কুকুর বেছে নেয় খাবারসহ বাটিকেই।