কুনাল ঘোষ হাইকোটের দ্বারস্থ হল বিদেশ যাত্রার অনুমতি চেয়ে, সময় চাইলো এমনকি সিবিআইও
বেস্ট কলকাতা নিউজ : অবশেষে কুনাল ঘোষ হাইকোর্টে মামলা করলেন বিদেশ যাত্রার অনুমতি চেয়ে। এই মামলা দায়ের হয় বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে। ১০ তারিখ মামলার পরবর্তী শুনানি। তৃণমূল মুখপাত্রের আবেদন, ‘মহামান্য আদালত তাকে অনুমতি দিক ১০ দিনের জন্য সেমিনারে যোগ দিতে সিঙ্গাপুরে যাওয়ার জন্য ।’ মূলত সারদা চিটফান্ড-কাণ্ডে জামিনে থাকা কুণালের বিদেশ যাত্রায় কোর্টের নিষেধাজ্ঞা রয়েছে।
তাঁর পাসপোর্ট এখনও কোর্টে জমা রয়েছে। এদিকে সিবিআই জানায়, তাঁকে বিদেশ যেতে দেওয়ার অনুমতি দেওয়ার সুযোগ আছে কিনা, সেটা লিখিত ভাবে জানাতে চায় তারা । তাই সময় চাওয়া হয়।এই মামলার পরবর্তী শুনানি আগামী ১০ জানুয়ারি । এদিকে শীতকালীন অবসরের পর সোমবার থেকে ফের খুলেছে হাইকোর্ট। তাই রাজ্য আম আদমি তাকিয়ে রয়েছে রাজনীতির প্রেক্ষাপটে চলতে থাকা একধিক মামলার শুনানি এবং রায়ের দিকেই ।