কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিল নোট না ছাপার
বেস্ট কলকাতা নিউজ : গতকাল সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান কেন্দ্রীয় সরকারের কোনো রকম পরিকল্পনা নেই নোট ছাপিয়ে বর্তমান পরিস্থিতি সামলানোর, নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিত্ বন্দ্যোপাধ্যায় মূলত পরামর্শ দিয়েছিলেন রিসার্ভ ব্যাঙ্ক নোট ছাপালে পরে মানুষের কেনাকাটা বাড়বে যার ফলে চাঙ্গা হবে এ দেশের অর্থ নীতি , কিন্তু সরকারের মত অনুযায়ী মানুষের হাতে টাকা গেলে তা চলে যাবে সঞ্চয়ে খাতায় ,তবে সরকার সব রাষ্ট্রায়াত্ব সংস্থা কে নির্দেশ দিয়েছেন আগামী ৪৫ দিনের মধ্যে ছোট ও মাঝারি শিল্পের সব বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য।